High Court on Durga Puja: ‘একটাও নতুন পুজোর অনুমতি যদি দেওয়া হয়…’ রাজ্যকে সতর্ক করল আদালত

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 10, 2023 | 5:38 PM

High Court on Durga Puja: রাজ্য জানিয়েছিল, ২০০৪ সালে হাইকোর্ট যে গাইডলাইন দিয়েছিল, সেই অনুযায়ী কোনও নতুন পুজোর অনুমতি দেওয়া যাবে না। কিন্তু মামলাকারীরা বলছেন, অনেক নতুন পুজো হচ্ছে রাজ্যে।

High Court on Durga Puja: একটাও নতুন পুজোর অনুমতি যদি দেওয়া হয়... রাজ্যকে সতর্ক করল আদালত
দুর্গা পূজা নিয়ে মামলা হাইকোর্টে
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: একটি পুজোর অনুমতি চেয়ে প্রথমে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। সেই মামলা এবার পৌঁছেছে ডিভিশন বেঞ্চে। দুর্গাপুজোর উদ্যোগ নেওয়া হলেও পুজো করতে অনুমতি দিতে নারাজ রাজ্য। এমনই অভিযোগ হিন্দু সেবা দল নামে এক সংগঠনের। কলকাতার সিআইটি রোডে রামলীলা ময়দানে প্রথমবার পুজো করার আর্জি জানিয়েছেন তাঁরা। এদিকে, রাজ্য বলছে, নতুন করে কোনও পুজোরই অনুমতি দেওয়া হয়নি। মঙ্গলবার এই নিয়ে সওয়াল-জবাব চলে কলকাতা হাইকোর্টে। হিন্দু সেবা দল-এর এই পুজোর আবেদন খতিয়ে দেখে, বিবেচনা করে ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চলছে এই মামলার শুনানি।

পুলিশ পুজোর অনুমতি না দেওয়ায় আগেই হাইকোর্টে মামলা করেছিল ওই সংগঠন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলে সেই মামলা। সেখানে রাজ্য জানিয়েছিল, ২০০৪ সালে হাইকোর্ট যে গাইডলাইন দিয়েছিল, সেই অনুযায়ী কোনও নতুন পুজোর অনুমতি দেওয়া যাবে না। এরপর সিঙ্গল বেঞ্চ মামলাকারীর আবেদন খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে ওই সংগঠন।

রাজ্য যখন তথ্য দেখিয়ে দাবি করছে যে নতুন করে কোনও পুজোয় অনুমতি দেওয়া হয়নি, তখন মামলাকারীরা আদালতে তথ্য দিতে দেখিয়েছে যে একাধিক নতুন পুজো শুরু হয়েছে। সেই সব পুজো কেন পুলিশ বন্ধ করছে না, প্রশ্ন তুলেছেন তাঁরা। এই তথ্য সামনে আসার পর রাজ্য জানায়, নতুন পুজোর আয়োজন হলেও পুলিশ অনুমতি দেয়নি। এই উত্তর শুনে বিরক্ত হন বিচারপতি। ডিভিশন বেঞ্চের প্রশ্ন, বেআইনিভাবে পুজো চলছে জেনেও কেন কোনও পদক্ষেপ করা হচ্ছে না?

আদালতের নির্দেশ, আবেদনকারীদের বিষয়টি ৪৮ ঘণ্টার মধ্যে বিবেচনা করতে হবে পুলিশ ও পুরসভাকে। এ বছর যদি একটিও নতুন পুজোর অনুমতি দেওয়া হয়ে থাকে তাহলে এদেরও অনুমতি দিতে হবে বলে নির্দেশ ডিভিশন বেঞ্চের।

Next Article