গরুপাচার কাণ্ডে এবার রাজ্য পুলিসের দুই আধিকারিককে তলব সিবিআই-এর

ঋদ্ধীশ দত্ত |

Dec 15, 2020 | 10:45 AM

আগামিকাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ওই দুই পুলিস আধিকারিককে। একই সঙ্গে গরুপাচার কাণ্ডে নতুন ৩ জন বিএসএফ অফিসারকেও তলব করা হয়েছে সিবিআই-এর পক্ষ থেকে।

গরুপাচার কাণ্ডে এবার রাজ্য পুলিসের দুই আধিকারিককে তলব সিবিআই-এর
ছবি - ফেসবুক

Follow Us

কলকাতা: গরুপাচার (Cattle Smuggling) কাণ্ডে বিএসএফ-এর পর এবার রাজ্য পুলিসকেও (West Bengal Police) তলব সিবিআই (CBI)-এর। সূত্রের খবর, মালদা জেলায় কর্মরত এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও এক কনস্টেবলকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামিকাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ওই দুই পুলিস আধিকারিককে। একই সঙ্গে গরুপাচার কাণ্ডে নতুন ৩ জন বিএসএফ অফিসারকেও তলব করা হয়েছে সিবিআই-এর পক্ষ থেকে।

গরু পাচারকাণ্ডে সোমবার সকালেই চার বিএসএফ কর্তাকে তলব করল সিবিআই। এবার নতুন করে আরও ৩ জনকে ডেকে পাঠানো হল। তলবের তালিকায় রয়েছেন একজন ডিআইজি, দু’জন অ্য়াসিসটেন্ট কমান্ড্যান্ট, একজন ডেপুটি কমান্ড্যান্ট।  যদিও সিবিআই সূত্রে খবর, চিঠি দিয়ে তদন্তকারীদের কাছে সময় চেয়েছেন চারজনই। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন তাঁরা। দু’দিন সময় চাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তবে আদৌ তাঁদের সময় দেওয়া হবে কি না সে বিষয়ে আলোচনা করছেন সিবিআই গোয়েন্দারা।

আরও পড়ুন: ‘কে বলল বৈঠক! সাতবার ফোন করেছি ধরেনি‘, ফিরহাদের মন্তব্যে জিতেন্দ্রকে নিয়ে বাড়ল জল্পনা 

গত সপ্তাহেই ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা শীর্ষকর্তা ও আধিকারিকদের তালিকা জমা পড়ে সিবিআই দফতরে। বিএসএফ’র তরফে সেই তালিকা পাঠানো হয়। এরপরই এই তলব। সূত্রের খবর, তলব-তালিকায় রয়েছে আরও বেশ কিছু নাম। সেইসমস্ত বিএসএফ কর্তাকেও খুব শিগগিরিই ডেকে পাঠাবেন তদন্তকারীরা।

গত সপ্তাহেই আত্মসমর্পণ করেন গরু পাচারকাণ্ডের মূল চক্রী এনামূল। সিবিআই আদালতে দিয়ে আত্মসমর্পণ করেন তিনি। অন্যদিকে সিবিআইয়ের জালে রয়েছেন বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারও। অনুমান, এই দুইজনকে জেরা করেই আরও কিছু তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে।

আরও পড়ুন: রাজনৈতিক কারণেই উন্নয়নের টাকা ব্যবহার করতে ‘বাধা’, ফিরহাদকে লেখা চিঠিতে বিস্ফোরক বিধায়ক

 

Next Article