Kolkata Metro : বড়দিনের পর বর্ষবরণ, ১ জানুয়ারি মেট্রোর সংখ্যা বাড়ল কলকাতায়
TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস
Dec 28, 2022 | 10:29 PM
Kolkata Metro : শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে রবিবার সাধারণত মেট্রো পরিষেবা বন্ধ থাকে। কিন্তু ১ জানুয়ারি বর্ষবরণ উপলক্ষে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো পরিষেবা চালু থাকবে বলে জানা যাচ্ছে।
1 / 5
বড়দিনে (Christmas) চলেছিল অতিরিক্ত মেট্রো (Metro Rail)। এবার বর্ষবরণের দিনেও অতিরিক্ত মেট্রো চলতে চলেছে কলকাতায়। ১ লা জানুয়ারি মেট্রো পরিষেবা বাড়ল দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে। ওই দিন ১৩০ জোড়া মেট্রোর পরিবর্তে চলবে ১৮৮ জোড়া মেট্রো। বছরের শুরুর দিনে যাত্রী ভিড় সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
2 / 5
প্রথম মেট্রো কবি সুভাষ ও দমদম থেকে ছাড়বে সকাল ৯ টার পরিবর্তে সকাল ৬.৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো ছাড়বে সকাল ৯ টার পরিবর্তে সকাল ৬.৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৯ টার পরিবর্তে ছাড়বে সকাল ৭ টায়।
3 / 5
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রোর শেষ পরিষেবা মিলবে রাত ৯টা ৪০ মিনিটে।
4 / 5
একইসঙ্গে ওই দিন শিয়ালদহ সেক্টর ফাইভ রুটে চলবে ৪৪ জোড়া মেট্রো। শিয়ালদহ ও সেক্টর ফাইভ দুই প্রান্ত থেকে দিনের প্রথন মেট্রো ছাড়বে সকাল ৯টায়।
5 / 5
শিয়ালদহ ও সেক্টর ফাইভ থেকে শেষে মেট্রো পরিষেবা মিলবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। প্রসঙ্গত, শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে রবিবার সাধারণত মেট্রো পরিষেবা বন্ধ থাকে। কিন্তু ১ লা জানুয়ারি বর্ষবরণ উপলক্ষে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো পরিষেবা চালু থাকবে।