কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) সরাসরি বিজেপিতে (BJP) স্বাগত জানিয়েই বসেছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে এদিন মুরলীধর সেন লেনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিসিআই সভাপতিকে নিয়ে কিছুটা সাবধানী শোনায় বিজেপি রাজ্য সভাপতিকে। গতকাল প্রথমে রাজভবন ও সোমবার সৌরভের দিল্লি সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি রাজনীতির লোক নন। আপনারা যদি জোর করে ওনাকে রাজনীতিতে ঠেলে দেন তা হলে কী করা যাবে।”
আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল মমতার। তবে এদিন তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, আপাতত সেই সভায় দলনেত্রী অংশ নিচ্ছেন না। তাঁর জায়গায় থাকছেন সুব্রত বক্সী। এই নিয়েও কটাক্ষের সুর ঝরে পড়ে রাজ্য সভাপতির গলায়। তিনি বলেন, “ভয় পেয়েছেন দিদিমণি। নিজের এলাকায় চারটে লোক নেই। নন্দীগ্রাম ইতিহাস হয়ে গেছে। নন্দীগ্রাম ভাঙিয়ে বেশিদিন খাওয়া যাবে না।”
অন্যদিকে রাজ্য সরকারের ‘দুয়ারে দুয়ারে’ কর্মসূচির সাফল্যের কথা মাথায় রেখে আগামী সময়ে আরও ২০ হাজার ক্যাম্প করা হবে বলে জানিয়েছে শাসকদল। সেই নিয়েও খোঁচা মারতে ছাড়েননি দিলীপ। “অনেক দিন মেলা-খেলা-লীলা হয়নি। পার্টির লোকেরা খেতে পায়নি। তাঁদের শরীর শুকিয়ে গেছে। তাঁদের জন্য এই ক্যাম্প করা হচ্ছে। নেতারা ভয়ে ভয়ে আছেন। সময় শেষ। এখন কোথায় কোথায় সভা করবে ঠিক করছে। তবে এসব করে আর লাভ হবে না”, বলেন তিনি।
আরও পড়ুন: শিল্পের জন্য কোনওদিন পিছিয়ে যেতে দেখেছেন মমতাকে: সুব্রত
আসন্ন নির্বাচনে জয়ের বিষয়ে বিজেপি শিবির আত্মবিশ্বাসী হলেও কিছু গলার কাঁটা এখনও রয়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর না হওয়া। যা নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন। নতুন করে ফের ক্ষোভের কথাও জানান দিচ্ছেন। এই অবস্থায় দিলীপ এদিন কিছুটা আশ্বস্ত করার চেষ্টা করে বলেন, “সিএএ নিয়ে কৌশলী রাজনীতি করা হচ্ছে। আমরাই সিএএ কার্যকর করবো। করোনার জন্য সমস্যা ছিল। আমার যাদের-যাদের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছি, বিজেপি তাঁদের অধিকার পূর্ণ করবে।”
আরও পড়ুন: ‘কুণালের নম্বর থেকে সুদীপ্ত সেনকে ফোন মমতার’