কলকাতা: বিয়ে করতে যাওয়ার পথে বিপত্তি। দমদম পার্কের কাছে বরের গাড়িতে আগুন। মাঝ রাস্তাতেই দাউদাউ করে জ্বলে গেল বিলাসবহুল গাড়ি। দেখা মাত্রই ছুটে এলেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশেরা। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়ে যায়। তাতেই এড়ানো যায় বড়সড় দুর্ঘটনা। হতাহতের কোনও খবর মেলেনি।
সূত্রের খবর, ভিআইপি রোডের উল্টোডাঙা থেকে এয়ারপোর্টগামী লেনে ধরে যাচ্ছিল ফুলে সাজানো গাড়িটা। আচমকাই দাউদাউ করে জ্বলে উঠতে দেখেন পথ চলতি লোকজজন। তাঁরাই ছুটে গিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। রাস্তার রেলিং টপকে অনেককে জল এনে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়। মুহূর্তেই খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই ছুটে আসেন লেকটাউন ট্রাফিক কার্ডের কর্মরত পুলিশ কর্মীরা। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। এদিকে ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য তীব্র যানজট সৃষ্টি হয় রাস্তায়। ব্যাপক উত্তেজনাও ছড়ায় এলাকায়। গাড়িতে চার জন ছিল বলে পুলিশ সূত্রে খবর। তাঁরা সকলেই সুস্থ আছেন। যান্ত্রিক গোলযোগের কারণেই আচমকা আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে।