Newtown Road Accident: নিউটাউনে ডাম্পারের ধাক্কায় ছিটকে গেল অ্যাপ বাইক, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু রাইডারের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 13, 2022 | 9:40 PM

Newtown:

Newtown Road Accident: নিউটাউনে ডাম্পারের ধাক্কায় ছিটকে গেল অ্যাপ বাইক, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু রাইডারের
পথ দুর্ঘটনা (প্রতীকী ছবি)

Follow Us

কলকাতা: নিউটাউনে পথদুর্ঘটনায় (Road Accident in Newtown) মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম বিমল হালদার (৪৮)। বাড়ি নদিয়ার কৃষ্ণনগর এলাকায়। একটি অ্য়াপ বাইকের চালক ছিলেন বিমল। বাইকটি নারকেল বাগানের দিক থেকে সল্টলেকের দিকে যাচ্ছিল। বাইকে রাইডার ছাড়া আরও একজন সওয়ার ছিলেন। যদিও বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। রবিবার সন্ধেয় বাইকটি যখন অ্যাক্সিস মলের পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় একটি ডাম্পার পিছন দিক থেকে এসে ধাক্কা মারে বাইকে। দুর্ঘটনায় ছিটকে পড়ে যায় বাইকটি। তড়িঘড়ি ওই রাইডারকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার পর নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। পাকড়াও করা হয়েছে ডাম্পারের চালককেও। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিউটাউন এলাকার এর আগেও একাধিকবার পথ দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি নিউটাউনে বিশ্ব বাংলা গেটের কাছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। একটি ম্যাটাডোরে ধাক্কা মেরে উল্টে গিয়েছিল বিলাসবহুল এক গাড়ি। কদমপুকুর মোড়ের কাছে প্রায় ৯০ ডিগ্রি হেলে উল্টে গিয়েছিল ওই গাড়িটি। যতক্ষণে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছিল, ততক্ষণে মৃত্যু হয়েছিল ওই গাড়ির চালকের। সেই ঘটনার পর কিছুদিন কাটতে না কাটতেই ফের পথ দুর্ঘটনা নিউটাউনে। এবার অ্যাক্সিস মলের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক অ্যাপ বাইক রাইডারের। দুর্ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

ডাম্পার বোঝাই ওই ট্রাকটি সজোরে এসে ধাক্কা মেরেছিল বাইকের পিছনে। নিউটাউন এলাকায় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। প্রতিদিন বহু গাড়ি এই পথ দিয়ে চলাচল করে। বিশেষ করে শহরতলির সঙ্গে সল্টলেক সেক্টর ফাইভের যোগাযোগের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা এটি। বহু মানুষ এই পথে বাইকে যাতায়াত করেন নিত্যদিন। সেখানে এমন পথ দুর্ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে।

Next Article