প্রায় ৪ লক্ষ টাকার জাল নোট-সহ ধর্মতলা থেকে ধৃত এক পাচারকারী

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 17, 2021 | 12:05 AM

নির্দিষ্ট সূত্রের পাওয়া তথ্যের ভিত্তিতে এ দিন সন্ধ্যায় ধর্মতলায় অতর্কিতে অভিযান চালায় এসটিএফ। সেখানেই গ্রেফতার করা হয় শরিফুল শেখ নামক ওই ব্যক্তিকে

প্রায় ৪ লক্ষ টাকার জাল নোট-সহ ধর্মতলা থেকে ধৃত এক পাচারকারী
ধৃত শরিফুল

Follow Us

কলকাতা: ধর্মতলায় অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় এক জাল নোট পাচারকারীকে হাতে নাতে ধরল এসটিএফ। সূত্রের খবর, ৪ লক্ষ টাকার জাল নোট-সহ গ্রেফতার করা হয় ওই পাচারকারীকে।

সূত্রের খবর, নির্দিষ্ট সূত্রের পাওয়া তথ্যের ভিত্তিতে এ দিন সন্ধ্যায় ধর্মতলায় অতর্কিতে অভিযান চালায় এসটিএফ। সেখানেই গ্রেফতার করা হয় শরিফুল শেখ নামক ওই ব্যক্তিকেনির্দিষ্ট সূত্রের পাওয়া তথ্যের ভিত্তিতে এ দিন সন্ধ্যায় ধর্মতলায় অতর্কিতে অভিযান চালায় এসটিএফ। সেখানেই গ্রেফতার করা হয় শরিফুল শেখ নামক ওই ব্যক্তিকে। ধৃতের কাছে থেকে ১৫০ টি দু’হাজার টাকার, এবং ২০০ টি ৫০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত শরিফুল মালদহের বাসিন্দা। যদিও কাকে শরিফুল সেই জাল নোট পাচার করতে এসেছিল তা এখনও জানা যায়নি।

তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি আজই মালদা থেকে কলকাতা এসেছিল জাল নোট সরবরাহ করতে। সে কোথায় কাকে এই নোট দিতে এসেছিল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। কলকাতার বাজারেই এই জাল নোট চালানোর চেষ্টা হয়েছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: বাঙালির ভ্রমণ বিলাস তৃতীয় ঢেউ ডেকে আনবে না তো? জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ রাজ্যের

Next Article