Bangladesh: বাংলাদেশিরা ২ লক্ষ টাকা দিলেই ‘কেল্লাফতে’, কলকাতায় বসেই বাপ-ছেলের যা কীর্তি! স্তম্ভিত পুলিশও
Bangladesh: তদন্তে নেমে কলকাতা পুলিশের এসসিও (সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন) বিভাগ জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রথমে ভুয়ো পরিচয় পত্র সহ বিভিন্ন নথি তৈরি করে দেওয়া হত। সেই সব নথি ব্যবহার করে সে দেশে নাগরিকদের জন্য তৈরি করত ভারতীয় পাসপোর্ট।
কলকাতা: অশান্ত বাংলাদেশ। সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। যার প্রভাব পড়েছে এ রাজ্যেও। সীমান্তে আরও তৎপর বিএসএফ (BSF)। এরই মধ্যে এবার কলকাতায় হদিস মিলল জাল পাসপোর্ট তৈরির চক্র। চক্রের এক পান্ডা সহ পুলিশের হাতে গ্রেফতার দু’জন। ঘটনায় গ্রেফতার সমরেশ বিশ্বাস ও দীপক কুমার মণ্ডল। ধৃতদের মধ্যে একজন পোস্টাল দফতরের অস্থায়ী কর্মী।
তদন্তে নেমে কলকাতা পুলিশের এসসিও (সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন) বিভাগ জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রথমে ভুয়ো পরিচয় পত্র সহ বিভিন্ন নথি তৈরি করে দেওয়া হত। সেই সব নথি ব্যবহার করে সে দেশে নাগরিকদের জন্য তৈরি করত ভারতীয় পাসপোর্ট। এখনও পর্যন্ত ২৫০টি পাসপোর্ট তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। পাসপোর্ট তৈরির জন্য বাংলাদেশী নাগরিকদের থাকে প্রায় ২ লক্ষ টাকা নেওয়া হত বলেই সূত্রের খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপক দক্ষিণ ২৪ পরগনার কোস্টাল থানা এলাকার বাসিন্দা। পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। অপরদিকে, সমরেশ বিশ্বাস বারাসতের বাসিন্দা। ছেলে রিপন বিশ্বাসের সঙ্গে মিলে ভুয়ো পরিচয় পত্র তৈরি করতেন এবং পাসপোর্ট তৈরি করিয়ে দিতেন বলে অভিযোগ। আগেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন রিপন। আজ আলিপুর আদালতে পেশ করা হলে ধৃত ২ জনের আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক।