তারস্বরে চেঁচাচ্ছে বাড়ির কুকুরটা, সঙ্গে চিৎকার বৃদ্ধারও, তবে…, বেলেঘাটার ফ্ল্যাটে হাড়হিম ঘটনা

Abdul Aziz | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 09, 2024 | 11:20 PM

Beleghata: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে আলো-ছায়া সিনেমা হলের কাছে। জানা যাচ্ছে, এ সন্ধে সাড়ে ছ'টা নাগাদ আগুন লাগে বাড়িতে। রাত ন'টা নাগাদ দমকল আসে। দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে।

তারস্বরে চেঁচাচ্ছে বাড়ির কুকুরটা, সঙ্গে চিৎকার বৃদ্ধারও, তবে..., বেলেঘাটার ফ্ল্যাটে হাড়হিম ঘটনা
বেলেঘাটায় আগুন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: ঘরে সঙ্গী বলতে ছিল একটা পোষ্য কুকুর। গোটা বাড়িতে থাকত না কেউ। সেই পোষ্যর সঙ্গে দিব্যি কেটে যাচ্ছিল বছর বাহাত্তরের বৃদ্ধা। কিন্তু সোমবার হল বিপদ। অসাবধানবসত মোমবাতির আগুনে জ্বলে গেল গোটা ঘর। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধা ও তাঁর পোষ্যের।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে আলো-ছায়া সিনেমা হলের কাছে। জানা যাচ্ছে, এ সন্ধে সাড়ে ছ’টা নাগাদ আগুন লাগে বাড়িতে। রাত ন’টা নাগাদ দমকল আসে। দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে। কিন্তু ততক্ষণে যা অনর্থ হওয়ার হয়ে গিয়েছে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বৃদ্ধা অমৃতা দাস ও তাঁর কুকুরের।

এলাকাবাসী সূত্রে খবর, অমৃতা প্যারালাইসিস ছিলেন। ইলেকট্রিক বিল জমা দিতে না পারায় লাইন কেটে দেওয়া হয়েছিল। সেই জন্যই বাড়ির ফ্রিজের উপর মোমবাতি জ্বালিয়ে রেখেছিলেন। সেই মোমবাতি থেকেই ফ্রিজে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। এলাকার প্রতিবেশীরা বলেন, “আগুন চারতলায় লেগেছিল। যে সময় ঘটনা ঘটেছিল তখন বাড়িতে কেউ ছিলেন না। দমকল ঠিক সময়ই এসেছিল তবে বাঁচানো যায়নি।”

Next Article