Metro Service: একদিনে জোড়া বিপর্যয়, চালু হতে না হতেই মেট্রোয় মরণঝাঁপ! ফের বন্ধ মেট্রো পরিষেবা
Metro Service Disrupted: , সকাল ১১টা ২০ মিনিট নাগাদ এক ব্যক্তি বেলগাছিয়া মেট্রো স্টেশনে আপ লাইনে ঝাঁপ দেন। এর জেরে শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপাতত বন্ধ মেট্রো পরিষেবা।

কলকাতা: চালু হতে না হতেই ফের বিপর্যস্ত মেট্রো পরিষেবা। এবার মেট্রোয় মরণঝাঁপ। বেলগাছিয়া মেট্রো স্টেশনে আপ লাইনে এক যাত্রী ঝাঁপ দিয়েছেন। এর জেরে ফের ব্যহত মেট্রো পরিষেবা।
সকাল থেকেই বিপর্যয় ছিল মেট্রো পরিষেবা। বৃষ্টির জল ঢুকে যায় চাঁদনি চক থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে যাওয়ায় দুই ঘণ্টা মেট্রোর পরিষেবা বন্ধ ছিল এই স্টেশনগুলিতে। সকাল ১১টা নাগাদ স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। তার কয়েক মিনিটের মধ্যেই ফের বিপত্তি।
জানা গিয়েছে, সকাল ১১টা ২০ মিনিট নাগাদ বেলগাছিয়া মেট্রো স্টেশনে আপ লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। ইতিমধ্যে মৃত্যু হয়েছ তার। তব আত্মহত্যার জেরে স্তব্ধ হয়ে যায় পরিষেবা। শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপাতত বন্ধ মেট্রো পরিষেবা। বর্তমানে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। শেষ আপডেট অনুযায়ী, দুপুর ১২টা ২৮ মিনিট থেকে মেট্রো পরিষেবা ফের চালু হয়েছে।
রাতভর বৃষ্টির কারণে আজ সকালে চাঁদনি চক ও সেন্ট্রাল মেট্রো চত্বরে জল জমে যায়। সেই জমা জলই মেট্রোর লাইনে ঢুকে যায়। বেশ অনেকটাই জল জমে যায়। প্রায় ২ ঘণ্টার বেশি সময় মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল। পরে সকাল ১১টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়।

