COVID 19: করোনা আক্রান্ত বিদেশ ফেরত সল্টলেকের বাসিন্দা, সন্ধান মিলল মেয়রের ওয়ার্ডেই

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 30, 2022 | 4:18 PM

COVID 19: বিদেশ থেকে ফেরার পর স্বাভাবিকভাবেই ঘোরাফেরা করছিলেন আক্রান্ত ওই ব্যক্তি। জানা গিয়েছে, দিল্লি বিমানবন্দরে ওই ব্যক্তি ভুল মোবাইল নম্বর দিয়ে এসেছিলেন। সেই কারণেই তাঁকে খুঁজে পেতে খানিক সমস্যা তৈরি হয়েছিল।

COVID 19: করোনা আক্রান্ত বিদেশ ফেরত সল্টলেকের বাসিন্দা, সন্ধান মিলল মেয়রের ওয়ার্ডেই
করোনা ভাইরাস (প্রতীকী ছবি)

Follow Us

কলকাতা: ফের বিদেশ ফেরত এক যুবকের কোভিড (COVID 19) পজিটিভ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, করোনা আক্রান্ত ওই যুবক সল্টলেকের (Saltlake) বাসিন্দা। বিধাননগর পুরনিগমের (Bidhannagar Municipal Corporation) ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবক। ২৬ বছর বয়সি ওই যুবক ২৮ ডিসেম্বর দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর সেখান থেকে রাজ্যে আসেন। কোভিড আক্রান্ত ওই যুবকের ব্রিটেনের পাসপোর্ট রয়েছে। ২৯ তারিখ অর্থাৎ গতকাল তাঁর সোয়াবের নমুনায় কোভিড পজিটিভ ধরা পড়ে। জানা গিয়েছে, ওই ব্যক্তি স্ট্র্যাটফোর্ড থেকে দেশে ফিরেছেন। বিদেশ থেকে ফেরার পর স্বাভাবিকভাবেই ঘোরাফেরা করছিলেন আক্রান্ত ওই ব্যক্তি। জানা গিয়েছে, দিল্লি বিমানবন্দরে ওই ব্যক্তি ভুল মোবাইল নম্বর দিয়ে এসেছিলেন। সেই কারণেই তাঁকে খুঁজে পেতে খানিক সমস্যা তৈরি হয়েছিল।

শেষ পর্যন্ত বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগেই কোভিড আক্রান্ত ওই যুবকে খোঁজ পাওয়া যায়। বাড়ির ঠিকানা পায় স্বাস্থ্য ভবন। জানা যায়, করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি বিধাননগর পুরনিগম এলাকায় ২৯ নম্বর ওয়ার্ডেই। মেয়র কৃ্ষ্ণা চক্রবর্তীর ওয়ার্ডেরই বাসিন্দা ওই যুবক। প্রসঙ্গত, এর আগে কলকাতা বিমানবন্দরে বিদেশ ফেরত দুই যাত্রীর করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। তাঁদের মধ্যে একজন বেলেঘাটা আইডি হাসপাতালে কোয়ারান্টিনে রয়েছেন। তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কলকাতা বিমানবন্দরের অপর এক ব্যক্তি নমুনা দেওয়ার পর নিজের গন্তব্যের দ্বারভাঙার উদ্দেশে রওনা দিয়ে দিয়েছিলেন। ওই ব্যক্তির যাবতীয় তথ্য স্বাস্থ্য দফতরের তরফে বিহার সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চিনে করোনার বাড়বাড়ন্ত শুরু হতেই ভারতেও কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে সব রাজ্যগুলির সঙ্গে বৈঠক করা হয়েছে। ইতিমধ্যেই নবান্ন থেকে করোনা পর্যালোচনা বৈঠক করা হয়েছে জেলাগুলির সঙ্গে। বিমানবন্দরে কড়াকড়ি আরও বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জোর দিতে বলা হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের উপর। এরই মধ্যে আরও একজনের করোনা আক্রান্ত হওয়ার সন্ধান মিলল সল্টলেকে।

Next Article