শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অশালীন আক্রমণ, পাটুলি থেকে গ্রেফতার ব্যবসায়ী

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 13, 2021 | 5:45 PM

গত ২ জুন এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অশালীন আক্রমণ, পাটুলি থেকে গ্রেফতার ব্যবসায়ী
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অশালীন আক্রমণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর সাইবার থানার পুলিশ। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার পাটুলি থেকে গ্রেফতার করা হয়েছে পার্থ চক্রবর্তী নামক ওই ব্যক্তিকে। গত ২ জুন এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যেই ধৃত ব্যক্তির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

ব্রাত্য বসু অভিযোগ দায়ের করে জানান, বিগত কয়েকদিন ধরেই তাঁর সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কুরুচিকর আক্রমণ করা হচ্ছিল। বেশ কিছু ফেক অ্যাকাউন্ট ব্যবহার করেই এই আক্রমণ চলছিল বলে দাবি ব্রাত্যর। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। জানা যায়, এই কাজের নেপথ্যে রয়েছেন পাটুলির বাসিন্দা পার্থ চক্রবর্তী। পেশায় ওই ব্যক্তি ব্যবসায়ী বলে খবর পুলিশ সূত্রে।

এরপরই সোমবার রাতে পার্থর পাটুলির বাড়িতে হানা দেয় বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। সেখানে হানা দিয়ে গ্রেফতারও করা হয় ওই ব্যক্তিকে। আদালতে তোলা হলে তাঁকে নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। যদিও কী কারণে পার্থ শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় অশালীন আচরণ করতেন তা জানা যায়নি। কী কারণে শুধুমাত্র শিক্ষামন্ত্রীকে বেছে নিয়ে আক্রমণ চালানো হত, তাও জানার চেষ্টা করবে পুলিশ। আরও পড়ুন: তৃণমূলের ‘অষ্টম আশ্চর্য’-র বিরুদ্ধে রাজভবনে শুভেন্দু, রাষ্ট্রপতির কাছেও যাবে বিজেপি

Next Article