Fake Medicine: ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা ক্যানসার-ডায়াবেটিসের নকল ওষুধ বিক্রি হচ্ছে কলকাতায়?
গত ১৭ নভেম্বর 'সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন' ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা এলাকা এসে তল্লাশি চালান। সেই এইখান থেকে বাক্স বন্দি প্রচুর ওষুধ উদ্ধার হয়। অভিযোগ, এই ওষুধগুলো প্রত্যেকটিই ছিল জাল।
কলকাতা: কলকাতায় জাল ওষুধের কারবার। একটি ওষুধের দোকান থেকে উদ্ধার প্রচুর পরিমাণে নকল অ্যান্টি ক্যান্সার,অ্যান্টি ডায়াবেটিকের মতো বিভিন্ন ধরনের নকল ওষুধ উদ্ধার হয়েছে। এরপরই শুরু হয়েছে চাপানউতর। ক্যানসার-ডায়বেটিসের মতো রোগের ওষুধ জাল করে ব্যবসা করা হচ্ছে। ঘটনায় গ্রেফতার এক মহিলা। জাল ওষুধে লেখা ‘মেড ইন বাংলাদেশ’। ঘটনাটি ঘটেছে ভবানীপুরে রিজেন্ট পার্ক থানা এলাকায়।
গত ১৭ নভেম্বর ‘সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন’ ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা এলাকা এসে তল্লাশি চালান। সেই এইখান থেকে বাক্স বন্দি প্রচুর ওষুধ উদ্ধার হয়। অভিযোগ, এই ওষুধগুলো প্রত্যেকটিই ছিল জাল। সূত্রের খবর, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জাল ওষুধের কারবার চলছিল রমরমিয়ে। এমনকী, আয়ারল্যান্ড, তুর্কি, বাংলাদেশ এবং আমেরিকার বিভিন্ন ওষুধের লেভেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে ওষুধ প্রস্তুত করার বিভিন্ন সামগ্রী।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এই নকল ওষুধের কোনও ধরনের কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। উদ্ধার করা সামগ্রীর বাজার মূল্য ৬.৬০ কোটি টাকা। এই ঘটনা ইতিমধ্যে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। জেল হেফাজতে রয়েছেন তিনি এমনটাও পিআইবির তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে। তবে সন্দেহ করা হচ্ছে, এই চক্রের সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন।