কলকাতা: গত কয়েকদিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের। নিউমোনিয়া নিয়ে ভর্তি হলেও, পরে তৈরি হয় নতুন বিপত্তি। হাড় ভেঙে গিয়েছে কামারহাটির বিধায়কের। চিকিৎসকেরা তাই বিধায়কের অস্ত্রোপচার করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, বুধবারই হবে তাঁর অস্ত্রোপচার। আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনি। বুধবার ট্রমা কেয়ারে অস্ত্রোপচার হবে। গত বৃহস্পতিবার রাতে আচমকা অবস্থার অবনতি হয় তাঁর। হঠাৎ খিঁচুনি শুরু হওয়ার পর কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের।
গত সপ্তাহে এসএসকেএম-এর উডবার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল মদনকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসাও চলছিল। পরে বৃহস্পতিবার রাতে হঠাৎ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। ফলে অবস্থার অবনতি হয়। হঠাৎ করে শুরু হয় কমপালসানা বা খিঁচুনি। তখন তাঁকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় সিসিইউ-তে।
সিসিইউ-তে নিয়ে যাওয়ার সময় খিঁচুনিতে আচমকা তাঁর কাঁধের হাড় ভেঙে যায় তাঁর। তারপর থেকেই সিসিইউ-তেই আছেন তিনি। সেই রাতে বাইপ্যাপ সাপোর্টও দিতে হয়েছিল তাঁকে। তবে অক্সিজেনের মাত্রা আপাতত স্থিতিশীল রয়েছে। উন্নতি হয়েছে শারীরিক অবস্থার।