কোভিডের বাংলায় অঙ্গদানের নজির, খানাকুলের প্রৌঢ়ার কিডনিতে নতুন জীবন পেল বছর তিরিশের দুই যুবক

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 02, 2021 | 11:44 PM

Organ Donation: এসএসকেএম সূত্রের খবর, প্রৌঢ়ার লিভার পেয়েছেন এস‌এসকেএমে চিকিৎসাধীন ৫৫ বছরের সিউড়ির এক ব্যক্তি।

কোভিডের বাংলায় অঙ্গদানের নজির, খানাকুলের প্রৌঢ়ার কিডনিতে নতুন জীবন পেল বছর তিরিশের দুই যুবক
ফাইল ছবি

Follow Us

কলকাতা: শহরে ফের অঙ্গদান‌। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে এস‌এসকেএমের ট্রমা কেয়ারে ভর্তি ছিলেন হুগলির খানাকুলের ৫১ বছর বয়সী প্রৌঢ়া। বৃহস্পতিবার ব্রেন ডেথ হয় তাঁর। শুক্রবার অঙ্গদানের কথা জানাল পরিবার।

খানাকুলের মনসা সিংহ। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল তাঁর। এসএসকেএমের ট্রমা বিল্ডিংয়ের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সেখানেই তাঁর ব্রেন ডেথ হয়। মৃতার পরিবারের লোকের সঙ্গে কথা বলে অঙ্গদানের কথা জানায় এস‌এসকেএম কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দেবাঞ্জন-কাণ্ডে তৃণমূলের দুই সাংসদ, এক বিধায়কের বয়ান রেকর্ড লালবাজারে: সূত্র

মনসাদেবীর সন্তান তাতে রাজীও হন। সেই সিদ্ধান্তের হাত ধরেই আরও একবার মরনোত্তর দেহদানের সাক্ষী থাকল বাংলা। আর এভাবেই মৃত্যুর পরও বহু প্রাণে বেঁচে র‌ইলেন মনসাদেবী‌। এসএসকেএম সূত্রের খবর, প্রৌঢ়ার লিভার পেয়েছেন এস‌এসকেএমে চিকিৎসাধীন ৫৫ বছরের সিউড়ির এক ব্যক্তি। একটি কিডনি পেয়েছেন মুর্শিদাবাদের ৩০ বছরের যুবক। অপরটি যিনি পেয়েছেন তাঁর বয়স ৩৯। বাড়ি মধ্যমগ্রামে।

Next Article