পিএসি প্রথম বৈঠকেই গরহাজির মুকুল রায়? জল্পনা তুঙ্গে

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 30, 2021 | 1:10 PM

Mukul Roy: রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পিএসি-র প্রথম বৈঠকে মুকুলের উপস্থিত থাকার সম্ভাবনা প্রায় ক্ষীণ।

পিএসি প্রথম বৈঠকেই গরহাজির মুকুল রায়? জল্পনা তুঙ্গে
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকে কি থাকছেন না মুকুল রায় (Mukul Roy)? আজ বেলা বারোটার বৈঠকে নয়া চেয়ারম্যানের থাকার সম্ভাবনা ক্ষীণ। কৃষ্ণনগর উত্তরে বিধায়ক মুকুল রায় এখন দিল্লিতে। কলকাতায় ফেরার কথা দুপুরের পরে। মুকুলকে চেয়ারম্যান মানতে নারাজ বিজেপি পিএসসি বৈঠক বয়কট করেছে। সূত্রের খবর, চেয়ারম্যানের অনুপস্থিতিতেও বৈঠক হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পিএসি-র প্রথম বৈঠকে মুকুলের উপস্থিত থাকার সম্ভাবনা প্রায় ক্ষীণ। আজ, শুক্রবার বেলা ১২টায় নতুন পিএসি’র প্রথম বৈঠক হওয়ার কথা। দিল্লি থেকেও জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত মুকুল রায় সেখানেই ছিলেন। দুপুরের পর কলকাতায় পৌঁছতে পারেন মুকুল। সেক্ষেত্রে বৈঠকের সময়সীমা পেরিয়ে যাবে। সেক্ষেত্রে প্রশ্ন চেয়ারম্যান ছাড়া কি পিএসি-র বৈঠক সম্ভব? উত্তর, অবশ্যই হ্যাঁ!

চেয়ারম্যান ছাড়াও বৈঠক সম্ভব। সেক্ষেত্রে এক জনকে অ্যাক্টিং চেয়ারম্যান করা হবে। কমিটিতে থাকা বর্ষীয়ান বিধায়ককেই হয়তো অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হতে পারে। এদিকে, মুকুলকে পিএসি কমিটির চেয়ারম্যান করার প্রতিবাদে বৈঠক বয়কট করছে বিজেপি। তাঁদের বক্তব্য, মুকুল রায়কে তাঁরা চেয়ারম্যান হিসাবে মানেন না। তাঁর অধীনে তাঁরা বৈঠকে যাবেন না।

এরই পাশাপাশি আজকে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে স্পিকারের ঘরে দ্বিতীয় শুনানি রয়েছে। বিষয়টির দ্রুত নিষ্পত্তি চাইছে বিজেপি পরিষদীয় দল। মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়ে আদালতের দ্বারস্থ হবে শুভেন্দু টিম। তাই এ দিনের শুনানির তাত্পর্য অনেকটাই।

প্রসঙ্গত, কৃষ্ণনগর থেকে ২ মে বিজেপি-র টিকিটে জিতে ১১ জুন তৃণমূলে যোগ দেন মুকুল। তারপরেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাত্ আজ সারাদিন বিধানসভা মুকুল-ময়। কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দু মুকুল রায়ই আজ থাকতে পারছেন না বিধানসভায়। আরও পড়ুন: সাংসদ হতে বাংলায় আসা, নিয়মের গেরোয় আটকে গেলেন ‘বিহারিবাবু’

Next Article