কলকাতা : নন্দীগ্রাম (Nandigram) আন্দোলনে মাওবাদীদের উপস্থিতির কথা বার বার প্রকাশ্যে এসেছে। কিন্তু রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি দিলীপ মিত্র (Dilip Mitra) তাঁর নতুন বইতে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি দাবি, করেছেন আইএসআই বা জঙ্গি সংগঠন হুজি-রও হাত ছিল নন্দীগ্রামে। নন্দীগ্রাম আন্দোলন নিয়ে ছক কষেছিল পাক গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)। প্রাক্তন গোয়েন্দা কর্তা দিলীপ মিত্রের আরও দাবি, শুধু নন্দীগ্রাম আন্দোলনই নয়, বুদ্ধদেব ভট্টাচার্যকে হত্যার পরিকল্পনাও করেছিল পাকিস্তান। কেএলও এবং পাহাড় আন্দোলনেও আইএসআই-এর ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি। একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে দিলীপ মিত্রের লেখা বই অপারেশন ব্ল্যাক স্টিলেটোতে। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে নন্দীগ্রামে বিস্ফোরক পৌঁছে দেওয়া হয়েছিল বলেও বইতে উল্লেখ করেছেন তিনি।
Tv9 বাংলার মুখোমুখি হয়ে দিলীপ মিত্র জানান, জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করেছিলেন তিনি। অধিকৃত কাশ্মীর থেকে আসা দুই জঙ্গির কথা বলেছেন তিনি। এ ছাড়াও ধরা পড়েছিল আরও এক জঙ্গি, যার সঙ্গে আইএসআই-এর যোগ ছিল। বইতে সেই হুজি জঙ্গিকে বাবু ভাই বলে উল্লেখ করেছেন তিনি। লখনউ থেকে ধরা হয়েছিল ধরা হয়েছিল এই বাবু ভাইকে।
তিনি বলেন, ‘আমি কখনও ওদের গায়ে হাত দিই নি।’ তবে তাঁদের কাছ থেকেই তিনি জানতে পেরেছিলেন বাংলাদেশ থেকে বর্ডার পার করে বিস্ফোরক আনত বাবু ভাই। নন্দীগ্রামে কিছু লোকজনের কাছে পৌঁছে দেওয়া হত সেই বিস্ফোরক।
শুধু পাক সংস্থা আইএসআই নয়, ভারতে একসময় বিভিন্ন ইস্যুতে অশান্তিতে ইন্ধন জোগাত বাংলাদেশও। শেখ হাসিনার শাসনকালের পূর্ববর্তী সময়ে বাংলাদেশের এজেন্সি ডিজিএফআই ও আইএসআই-এর সঙ্গে হাত মিলিয়ে ভারতে অশান্তি তৈরির চেষ্টা করেছে। নন্দীগ্রামের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। প্রাক্তন গোয়েন্দা কর্তা বলেন, ‘বড় রাস্তা বা কালভার্ট উড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পেটো দিয়ে কাজ হয় না। তাই বাংলাদেশ থেকে বর্ডার পার করে বিস্ফোরক আনা হত।’ এমনকি পাকিস্তান বুদ্ধবাবুকে খুনের ছকও কষেছিল বলে উল্লেখ করেছেন তিনি।
প্রাক্তন গোয়েন্দা কর্তা দিলীপ মিত্র দাবি করেন, তৎকালীন রাজ্য সরকার তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে অন্ধকারে রেখেই নন্দীগ্রামে চালানো হয় পুলিশি অভিযান। তাঁর দাবি, এই পুলিশি অভিযানের পিছনে মদত ছিল তৎকালীন হলদিয়ার এক প্রভাবশালী বাম নেতার।
দিলীপ মিত্র আরও জানান, নন্দীগ্রাম পুনরুদ্ধারে মরিয়া ওই সিপিএম নেতা নাৎসি কায়দায় কনসেনট্রেশন ক্যাম্প তৈরির পরিকল্পনা করেছিল। স্কুল ভবনে ক্যাম্প তৈরির পরিকল্পনা করা হয়। জমি আন্দোলনকারীদের আটকে রাখার ছক ছিল ওই ক্যাম্পগুলোতে।
আরও পড়ুন : Buddhadeb Bhattacharjee: বুদ্ধবাবুকে হত্যার ছক কষেছিল পাকিস্তান! বিস্ফোরক দাবি প্রাক্তন গোয়েন্দা কর্তার