Buddhadeb Bhattacharjee: বুদ্ধবাবুকে হত্যার ছক কষেছিল পাকিস্তান! বিস্ফোরক দাবি প্রাক্তন গোয়েন্দা কর্তার

Buddhadeb Bhattacharjee: নতুন বইতে একের পর বিস্ফোরক দাবি করেছেন, প্রাক্তন আইপিএস তথা গোয়েন্দা কর্তা দিলীপ মিত্র।

Buddhadeb Bhattacharjee: বুদ্ধবাবুকে হত্যার ছক কষেছিল পাকিস্তান! বিস্ফোরক দাবি প্রাক্তন গোয়েন্দা কর্তার
একাধিকবার খুনের চেষ্টা হয়েছিল বুুদ্ধবাবুকে
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 5:50 PM

কলকাতা : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharjee) হত্যা করে গোটা দেশে অশান্তি ছড়াতে চেয়েছিল পাকিস্তান। একবার নয়, অন্তত চারবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হত্যার চেষ্টা হয়েছিল, যে ছক বানচাল করে দেয় রাজ্যের গোয়েন্দারা। সম্প্রতি একটি বইতে এমনটাই দাবি করেছেন প্রাক্তন গোয়েন্দা কর্তা দিলীপ মিত্র (Dilip Mitra)। তিনি জানিয়েছেন, জঙ্গলমহলে বুদ্ধ বাবুর কনভয়ে যে হামলার ছক কষা হয়েছিল, সে কথাও আগেই জানতে পেরেছিল রাজ্য প্রশাসন। তারপরও সেই হামলা রোখা যায়নি। রাজ্য পুলিশের একাংশের বিরুদ্ধেই গাফিলতির তোপ দিলীপ মিত্রের। একই সঙ্গে নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় বুদ্ধবাবুকে ক্লিনচিট দিয়েছেন দিলীপ মিত্র। তাঁর দাবি, গুলি চালানোর নির্দেশ দেননি বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেবের দলের একাংশের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছেন রাজ্য পুলিশের এই প্রাক্তন ডিজি।

রাজ্য পুলিশের ডিজি হিসেবে চার বছর কাজ করেছেন দিলীপ মিত্র। এ ছাড়াও দীর্ঘদিন ইনটেলিজেন্স ব্যুরোতেও দায়িত্বে ছিলেন তিনি। সম্প্রতি ‘অপারেশন ব্ল্যাক স্টিলেটো’ নামে একটি বই প্রকাশ করেছেন তিনি। আর সেখানেই দিলীপ মিত্রের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হত্যার ছক কষেছিল পাকিস্তান। দেশে অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছিল। একবার নয়, পরপর চারবার হত্যার চেষ্টা করা হয়েছিল তাঁকে। প্রত্যেকবারই রাজ্য পুলিশ সেই ছক বানচাল করে দেয় বলে দাবি প্রাক্তন এই গোয়েন্দা কর্তার।

জঙ্গলমহলে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা অনেকেরই জানা। ২০০৮ সালে শালবনি থানা এলাকায় ওই ঘটনা ঘটে। সে দিন শালবনিতে জিন্দলদের ইস্পাত কারখানার শিলান্যাস করতে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেখান থেকে ফেরার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি শালবনী থেকে যখন মেদিনীপুর শহরে ফিরছিলেন, তাঁর কনভয় লক্ষ্য করে ল্যান্ডমাইন ফাটায় মাওবাদীরা। বুদ্ধবাবু অল্পের জন্য রক্ষা পান। এই ঘটনার বিষয়েও রাজ্য পুলিশ অবগত ছিলেন বলে দাবি করেছেন দিলীপ মিত্র।

অন্যদিকে নন্দীগ্রামের ঘটনা প্রসঙ্গে প্রাক্তন ডিজি দাবি করেছেন, পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেননি বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিবকে অন্ধকারে রেখেই পুলিশি অভিযান চালানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি। তাঁর দাবি, এক আইপিএস এবং হলদিয়ার এক সিপিএম নেতার নির্দেশেই গুলি চালায় পুলিশ। বুদ্ধবাবুকে কার্যত ক্লিনচিট দিয়ে দাবি করেছেন দিলীপ মিত্র। তিনি জানান, পুলিশকে যাতে গুলি চালানোর নির্দেশ না দেওয়া হয়, সে ব্যাপারে সতর্ক করা হয়েছিল বুদ্ধবাবুকে। নন্দীগ্রামের স্যাটেলাইট ইমেজও দেখানো হয়েছিল তাঁকে।

আরও পড়ুন : Mamata Banerjee On PSC Recruitment: ‘আমি তো অ্যালাও করেই দিয়েছি’, পিএসসি-তে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন : CM Mamata Banerjee On Tranport: ‘প্রাইভেটের নাম করে ‘করে খাওয়া’ হচ্ছে’, সীমান্ত সংলগ্ন সমস্ত ট্রাক টার্মিনাস নিয়ে নেবে পরিবহণ দফতর