Panchayat Vote: রাত দশটা পর্যন্ত গণনায় কোন দল কটা গ্রাম পঞ্চায়েতের দখল নিল? দেখুন বিস্তারিত ফল

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Jul 11, 2023 | 11:17 PM

Panchayat Vote: রাজ্যে গ্রাম পঞ্চায়েত আসনের সংখ্যা ৬৩ হাজার ২২৯। রাত ১০টা ১৫ পর্যন্ত পাওয়া আপডেটে জানা যাচ্ছে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন ২৯৬৬৫ আসনে।

Panchayat Vote: রাত দশটা পর্যন্ত গণনায় কোন দল কটা গ্রাম পঞ্চায়েতের দখল নিল? দেখুন বিস্তারিত ফল
একনজরে ফলাফল
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: মঙ্গলবার সকাল থেকে ভোট (Panchayat Election 2023) গণনা শুরু হতেই রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূল প্রার্থীদের জয়ের খবর আসতে শুরু করে। রাজ্যে গ্রাম পঞ্চায়েত আসনের সংখ্যা ৬৩ হাজার ২২৯। রাত ১০টা ১৫ পর্যন্ত পাওয়া আপডেটে জানা যাচ্ছে তৃণমূল (Trinamool Congress) প্রার্থীরা জয়ী হয়েছেন ২৯৬৬৫ আসনে। এগিয়ে রয়েছেন এগিয়ে ১৫২৭ আসনে। অন্যদিকে বিজেপি জয়ী ৮০২১ আসনে। এগিয়ে ৪০৬ আসনে।

সিপিআই জয়ী ২৪ আসনে। এগিয়ে ৩ আসনে। সিপিএম জয়ী ২৪৭২ আসনে। এগিয়ে ২৩৯ আ। সনে। কংগ্রেস জয়ী ২০৯৪ আসনে। এগিয়ে ১৩১ আসনে। অন্যদিকে ফরওয়ার্ড ব্লক জয়ী ৩৯ আসনে। এগিয়ে রয়েছে ৪টি আসনে। আর‌এসপি জয়ী ৬১ আসনে। এগিয়ে রয়েছে ১৫ আসনে। অন্যান্যরা জয়ী ৭৪৬ আসনে (দার্জিলিং ২৮১, কালিম্পং ১৫৮)। এগিয়ে রয়েছে ২২ আসনে। পাশাপাশি নির্দল জয়ী ১৭২৬ আসনে। এগিয়ে রয়েছে ৮৮ আসনে। 

Next Article