Panchayet Ministry: চলতি মাসেই সব রাজ্যের পঞ্চায়েত দফতরকে নিয়ে বৈঠকে বসছে কেন্দ্র, উঠবে কি আবাসের কথা?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 09, 2023 | 8:47 PM

Panchayet Department: আগামী ২০-২১ ফেব্রুয়ারি দিল্লিতে হবে এই বৈঠক। সূত্রের খবর, মূলত পঞ্চায়েত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে এই বৈঠকে।

Panchayet Ministry: চলতি মাসেই সব রাজ্যের পঞ্চায়েত দফতরকে নিয়ে বৈঠকে বসছে কেন্দ্র, উঠবে কি আবাসের কথা?
ফাইল ছবি

Follow Us

কলকাতা: চলতি মাসেই সব রাজ্যের পঞ্চায়েত দফতরকে (Panchayet Departments) নিয়ে বৈঠকে বসছে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক (Panchayet Ministry)। আগামী ২০-২১ ফেব্রুয়ারি দিল্লিতে হবে এই বৈঠক। সূত্রের খবর, মূলত পঞ্চায়েত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে এই বৈঠকে। তবে ওই বৈঠকে পশ্চিমবঙ্গের থেকে কেউ থাকবেন কি না, সেই বিষয়টি এখনও জানা যায়নি। এদিকে এ রাজ্যের পঞ্চায়েত দফতর আবাসের অনুমোদনের কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে, কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের থেকে টাকা এসে পৌঁছায়নি রাজ্যের হাতে। পাশাপাশি রাজ্যে একশো দিনের কাজের ক্ষেত্রেও ৬ হাজার ৮০০ কোটি টাকা কেন্দ্রের থেকে পাওনা রয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে রাজ্যে পঞ্চায়েত স্তরে একাধিক ক্ষেত্রে কাজে বেনিয়মের অভিযোগ তুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কখনও একশো দিনের কাজ, কখনও আবাস যোজনার কাজের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ তুলেছেন। এমন অবস্থায় রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের এই বৈঠকে সেই সব কোনও প্রসঙ্গ উঠে আসে কি না, সেই দিকেই নজর রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের। উল্লেখ, গত জানুয়ারি মাসেই কেন্দ্রের তরফে রাজ্যের পঞ্চায়েত দফতরকে একটি চিঠি পাঠানো হয়েছিল। রাজ্যে আবাস যোজনার কাজ,  একশো দিনের কাজ এবং সড়ক যোজনা নিয়ে কতদূর কাজ হয়েছে এবং সেই কাজের জন্য কত টাকা খরচ হয়েছে, তার বিস্তারিত হিসেব চাওয়া হয়েছিল সেই চিঠিতে।

এদিকে সেই চিঠি পাওয়ার পর রাজ্যের থেকেও আবাসের টাকা চেয়ে কেন্দ্রকে একটি চিঠি পাঠানো হয়েছিল। রাজ্যের থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছিল, আবাস যোজনার কাজের টাকা দ্রুত না পাঠানো হলে, ৩১ মার্চের মধ্যে সেই কাজ শেষ করা সম্ভব নয়।  প্রশাসনিক সূত্রের খবর, রাজ্য কেন্দ্রকে ওই চিঠিতে জানিয়েছে, আবাস যোজনায় রাজ্যের ৪০ শতাংশ ভাগ থাকলেও কেন্দ্র তাদের প্রথম কিস্তির টাকা না পাঠালে রাজ্য সেই অর্থ দিতে পারছে না।

Next Article