গতির রাজা! ভারতীয় ক্রিকেটে উমরান মালিক তাই। বিশ্ব ক্রিকেটেও এই নামে পরিচিত হতে খুব বেশি সময় লাগবে না উমরানের। (ছবি: রাহুল সাধুখাঁ)
দেশের মাটিতে ১৫৬ কিমির স্পিড তুলেছেন। ভারতের সবচেয়ে দ্রুতগতির বোলার এখন উমরানই। আইপিএলের পাশাপাশি দেশের জার্সিতেও নজর কেড়েছেন। (ছবি: রাহুল সাধুখাঁ)
বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হয়েছে। উমরান টেস্ট স্কোয়াডে নেই। তাঁর সামনে এখন আইপিএল। কিছুটা সময় রয়েছে। (ছবি: রাহুল সাধুখাঁ)
এ বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেই লক্ষ্যেই উমরানকে প্রস্তুত করা হচ্ছে। কলকাতায় এসে উচ্ছ্বসিত ভারতীয় দলের এই তরুণ পেসার। (ছবি: রাহুল সাধুখাঁ)
কয়েক দিন আগেই কলকাতায় খেলতে এসেছিলেন। তবে এ বার শহরে এলেন একেবারে ব্যক্তিগত কাজে। (ছবি: রাহুল সাধুখাঁ)
ডালহৌসি ক্লাবের জমকালো অনুষ্ঠানে হাজির ভারতীয় দলের পেসার উমরান মালিক। তাঁকে সংবর্ধিত করেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এ দিন ডালহৌসি ক্লাবের ক্রিকেট দলের জার্সিও উন্মোচন করেন উমরান। (ছবি: রাহুল সাধুখাঁ)
একটি ব্রডব্যান্ড সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন উমরান। ডালহৌসি ক্লাবে আসার আগে বইমেলাতেও যান উমরান মালিক। (ছবি: রাহুল সাধুখাঁ)
ডালহৌসি ক্লাবে এসে বেশ অভিভূত ভারতীয় দলের স্পিডস্টার। উমরান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, চেয়ারম্যান সুব্রত দত্ত, প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। (ছবি: রাহুল সাধুখাঁ)