কলকাতা : নতুন করে শিরোনামে ববিতা সরকার। মেখলিগঞ্জে বাড়ি বাড়ি ঘুরলেও, কেউ নাকি তাঁকে ঘর ভাড়া দিতে রাজি হচ্ছেন না। এমনই অভিযোগ সামনে এনেছেন মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাই স্কুলের শিক্ষিকা ববিতা সরকার। তাঁর দাবি, শাসক দলই কলকাঠি নাড়ছে। তবে এই অভিযোগ মানতে নারাজ ঘাসফুল শিবির। আর যাঁর মেয়ে ওই ইন্দিরা গার্লস হাই স্কুল থেকেই চাকরি খুইয়েছেন, সেই পরেশ অধিকারী এবার সাহায্যের আশ্বাস দিলেন ববিতাকে। তাঁর দাবি, ঘর না পাওয়ার কোনও কারণ নেই ববিতার।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছিল। তাঁরই বিধানসভা এলাকায় ঘর খুঁজছেন ববিতা। তাই ববিতা ঘর না পাওয়ায় পরেশ অধিকারীর নাম সামনে আসছে বারবার।
‘ঘর না পাওয়ার কোনও কারণ নেই। ও কেমন ঘর চায় সেটা দেখতে হবে।’ এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে পরেশ বলেন, ‘ববিতা এলে নিশ্চয় সাহায্য করব।’
কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘ঘর কেন পাবেন না ববিতা? তিনি নায্য চাকরি পেয়েছেন, শিক্ষকতা করছেন। নিশ্চয় কোথাও কোনও টেকনিক্যাল সমস্যা হচ্ছে।’ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, তিনি ওই এলাকার তৃণমূল কর্মীদের বলবেন, যাতে তাঁরা ববিতাকে সাহায্য করেন।
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা জিতে চাকরি পেয়েছেন ববিতা। তিনি শিলিগুড়ির বাসিন্দা, মেখলিগঞ্জ থেকে তাঁর বাড়ি অনেকটাই দূরে। তাই মেখলিগঞ্জে একটি বাড়ি ভাড়া নিতে চেয়েছিলেন। আর তা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে তাঁকে।
ববিতার অভিযোগ, বাড়ি ভাড়া নেওয়ার কথা চূড়ান্ত করে এসেছিলেন তিনি। সেই মতো অগ্রিম টাকাও দিতে যান। জানতে পারেন, বাড়িওয়ালার কাছে পুরসভার নোটিস এসেছে। বলা হয়েছে, অনুমোদন নেই তাই ভাড়া দেওয়া যাবে না। আবার কেউ কেউ ববিতার ফোন তোলাই বন্ধ করে দিয়েছেন।