Cash Recover: ফের শহরে বিপুল টাকা উদ্ধার! ৫০ লক্ষ নগদ-সহ গ্রেফতার বাবা-ছেলে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 03, 2023 | 5:50 AM

Kolkata: পুলিশের অনুমান হাওয়ালায় এই টাকা খাটানো হতো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Cash Recover: ফের শহরে বিপুল টাকা উদ্ধার! ৫০ লক্ষ নগদ-সহ গ্রেফতার বাবা-ছেলে
ফের শহরে টাকা উদ্ধার।

Follow Us

কলকাতা: ফের বিপুল পরিমাণে নগদ টাকা (Cash Recover) উদ্ধার। এবার পোস্তা (Posta) থানা এলাকা থেকে উদ্ধার হল ৫০ লক্ষ টাকা নগদ। একইসঙ্গে দু’জনকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আনোয়ার হোসেন মোল্লা ও মোস্তাকিন মোল্লা। এই দু’জনের কাছ থেকেই এই নগদ টাকা উদ্ধার হয়। তবে এই টাকার উৎস কী তা বলতে পারেননি ধৃতরা। পুলিশের অনুমান হাওয়ালায় এই টাকা খাটানো হতো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আনোয়ার ও মোস্তাকিন সম্পর্কে বাবা-ছেলে। দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরের চণ্ডীহাট এলাকার বাসিন্দা তাঁরা। এদিন তাঁদের ১০ নম্বর দিগম্বর জৈন টেম্পল রোড থেকে গ্রেফতার করা হয়।

তাঁদের সঙ্গে এই বিপুল পরিমাণ টাকা থাকলেও এই টাকাসংক্রান্ত কোনও নথি তাঁরা দেখাতে পারেনি। পুলিশের অনুমান, বাবা-ছেলে দু’জনই ক্যারিয়ার বা বাহক। প্রতি লাখে ২০০ টাকা করে পেতেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে তপসিয়ার একটি ঠিকানা পাওয়া গিয়েছে।

সেখানেই টাকা পৌঁছনোর কথা ছিল বলেও পুলিশ সূত্রে খবর। ধৃতদের শনিবার আদালতে তোলা হবে। ইতিমধ্যেই আয়কর বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

 

 

 

 

Next Article