কলকাতা : প্রায় ২৬ ঘণ্টা অতিক্রান্ত। পার্থ চট্টোপাধ্য়ায়ের নাকতলার বাড়ি থেকে বেরোননি ইডি আধিকারিকরা। চারপাশে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। ভিতরে কী হচ্ছে, বোঝার উপায় নেই। তবে সূত্রের খবর, পার্থ-র গ্রেফতারির সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। শুক্রবার তল্লাশি অভিযানে মন্ত্রী-ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ কোটি নগদ টাকা। শনিবার সকাল থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রীকে গ্রেফতার করার জন্য ইডি তোড়জোড় শুরু করেছে বলেই জানা যাচ্ছে। শুধু পার্থ নয়, একইসঙ্গে গ্রেফতার হতে পারেন অর্পিতা মুখোপাধ্য়ায়ও।
ইতিমধ্যেই গ্রেফতার করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলেও তেমন কোনও সদুত্তর পাননি তদন্তকারী আধিকারিকেরা। বারবার পার্থ চট্টোপাধ্যায় বয়ান বদলেছে বলে জানা যাচ্ছে। মূলত নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় শুক্রবার সকাল থেকে। পরে সন্ধ্যায় অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর সেই টাকা উৎস নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় পার্থকে। ইতিমধ্যে পার্থ-র বয়ান রেকর্ড করা হয়েছে বলে সূত্রের খবর।
এ দিন সকালে তাঁর বাড়ি থেকে বেরিয়ে আসেন পার্থ-র আইনজীবী অনিন্দ্য রাউত। তিনি কোনও ব্যাপারেই মুখ খুলতে চাননি। তিনি জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়া চলছে। আইনজীবী হিসেবে তিনি কোনও মন্তব্য করবেন না বলেই জানান।
অন্যদিকে, টাকার উৎস নিয়ে যে সব প্রশ্ন অর্পিতাকে করা হয়েছিল, তার জবাব পাওয়া যায়নি বলেই দাবি ইডি সূত্রে। তাঁকেও রাতভর প্রশ্ন করা হয়েছে। শুধু ২০ কোটি টাকা নয়, তাঁর ফ্ল্যাটে থাকা জমির দলিল বা একগুচ্ছ আইফোন নিয়েও প্রশ্ন করা হয়েছে তাঁকে। সদুত্তর না পাওয়ায় তাঁকেও গ্রেফতার করা হতে পারে বলে সূত্রের খবর।