Partha-Arpita Diet Chart: খাসির মাংস খাওয়ার ‘আবদার’ পার্থর, ডিম-কলা চাই অর্পিতার, ‘অপার’ মেনুতে আর কী কী?

Kolkata: ইডি হেফাজতে কী খাচ্ছে পার্থ-অর্পিতা? এই নিয়ে কৌতূহলের শেষ নেই। এক নজরে দেখে নেওয়া যাক পার্থ-অর্পিতার ডায়েট চার্ট।

Partha-Arpita Diet Chart: খাসির মাংস খাওয়ার 'আবদার' পার্থর, ডিম-কলা চাই অর্পিতার, 'অপার' মেনুতে আর কী কী?
অর্পিতা-পার্থর খাদ্য তালিকা (গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2022 | 2:04 PM

কলকাতা: ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। নিয়োগ কেলেঙ্কারিতে নাম জ়ডিয়েছে তাঁদের। এরপর থেকেই এক লহমায় যেন বদলে গিয়েছে তাঁদের জীবন। নিত্য নৈমিত্তিক যে খাবারে তাঁরা অভ্যস্থ সেই খাবারের কিছুটা বাইরে গিয়েই তৈরি হয়েছে দু’জনের ডায়েট চার্ট।

একজনের চাই ভাত। অন্যজনের চাই ড্রাই ফ্রুটস ও কফি। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। পছন্দের খাবার পাচ্ছেন না। তবে ইডি হেফাজতে যে খাবার তাঁদের দেওয়া হচ্ছে সেটা কিন্তু এলাহি।ইডি হেফাজতে কী খাচ্ছে পার্থ-অর্পিতা? এই নিয়ে কৌতূহলের শেষ নেই। তবে জানেন কি রোজ দু’বেলা কী খাচ্ছেন অপা ?

প্রথমে আসা যাক পার্থ চট্টোপাধ্যায়ের খাবারের তালিকায়। ইডি সূত্রে খবর, সকালে প্রাক্তন মন্ত্রীকে ঘুম থেকে ওঠার পরই দেওয়া হচ্ছে সুগার ফ্রি দিয়ে লিকার চা, সঙ্গে ২ ক্রিম ক্র্যাকার বিস্কুট। এরপর ব্রেকফাস্টে ব্রেকফাস্টে ওটসের খিচুড়ি। ঠিক ১ ঘণ্টা পর ২ রকমের ফল, দুপুরে মৌসুম্বি। জানা গিয়েছে, রবিবার দুপুরে খাসির মাংসের আবদার করেন পার্থ। তবে তাঁর শারীরিক অবস্থার কথা ভেবে দেওয়া হয় ২ পিস চিকেনের হালকা ঝোল। এরপর সন্ধ্যেবেলা তেলেভাজা খেতে চান তিনি। যদিও তার পরিবর্তে দেওয়া হয় বিস্কুট। পরে রাত্রিবেলার খাবারে দু’টি রুটি আর সবজি। সারাদিনে ORS মিশিয়ে ১ লিটার জল।

সূত্রের খবর, কয়েকদিন আগে পার্থবাবু অনুরোধ করেন যাতে তাঁকে ভাত খেতে দেওয়া হয়। কিন্তু অতিরিক্ত ভাত তাঁর সাস্থ্যের জন্যও ভালো না। ইডির তরফে ভাত না দেওয়ায়, খেতে অস্বীকার করেন পার্থবাবু। পরে অর্পিতার দ্বারস্থ হন আধিকারিকরা। যদিও তাঁর কথা ফেলতে পারেননি প্রাক্তন মন্ত্রী।

অর্পিতা-পার্থর খাদ্য তালিকা(গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস)

কয়েকদিন আগে ইডি আধিকারিকদের কাছে কফি আর ড্রাইফ্রুট খেতে চান অর্পিতা।  সেই ইচ্ছা মতো অর্পিতার আইনজীবী কাজু, কিশমিশ, পেস্তা দিতে গিয়েছিলেন। সূত্রের খবর, ইডি এখনও সেই ড্রাই ফ্রুটস অর্পিতা দেওয়ার অনুমতি দেননি। বর্তমানে অর্পিতার খাদ্য তালিকা কী?

ইডি সূত্রে খবর, সকালে চিনি ছাড়া লিকার চা। সঙ্গে দেওয়া হচ্ছে ২ ক্রিম ক্র্যাকার বিস্কুট। এরপর ব্রেকফাস্টে ব্রাউন ব্রেড ৪ পিস, ডিম সেদ্ধ, কলা। ঠিক ১ ঘণ্টা পর ফলের রস, দুপুরে মৌসুম্বি। এরপর লাঞ্চে ভাত, রুটি, ডাল, সবজি, মাছ। সন্ধ্যেবেলা চা-বিস্কুট। এবং রাত্রিবেলার খাবারে ২ রুটি আর সবজি।

খাবার নিয়ে রীতিমত কড়া নির্দেশ আছে, তাই ডায়েট চার্টের বাইরে খাবার দেওয়া হচ্ছে না তাঁদের। জানা গিয়েছে, ইডি কর্তাদের নজরদারিতে রান্না হচ্ছে। বাটা মশলা, হালকা তেলে যাবতীয় রান্না করা হচ্ছে। আর এই খাবার খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। তাই তাঁদের ডায়েটে রাখা হয়েছে পুষ্টিযুক্ত খাবার। তেমনটাই খবর ইডি সূত্রে।