কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ফের স্বাস্থ্য পরীক্ষা শুক্রবার। জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হবে দু’জনকে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ইডি হেফাজতে থাকাকালীন ৪৮ ঘন্টা অন্তর পার্থ ও অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। গত ২৭ জুলাই জোকা ইএসআই হাসপাতালে পার্থ ও অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই নয়াবাদে অর্পিতা মুখোপাধ্যায়ের আরও একটি ফ্ল্যাটে অভিযান চালায় তৃণমূল। অর্পিতার নয়াবাদের ফ্ল্যাটে ইডির হানা। ইডেন রেসিডেন্সিতেও ইডি হানা দেয়। ডি ব্লকের বি থ্রি অ্যাপার্টমেন্টে চারতলায় দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ইডি।
আবাসিক প্রতিনিধিদের সঙ্গে কথা বসলেন তদন্তকারীরা। সাড়ে চার ঘণ্টা পর আবাসন থেকে বেরিয়ে যান আধিকারিকরা। তল্লাশিতে মেলেনি কিছুই। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে এখানে আসতেন অর্পিতা। আগে পর্যন্ত এই ফ্ল্যাটে মাঝরাত পর্যন্ত পার্টি করতেন অর্পিতা। কিন্তু সম্প্রতি আসা-যাওয়া কমে গিয়েছিল। রিসেলে এই ফ্ল্যাট কেনেন অর্পিতা।
একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছেন ইডির গোয়ান্দারা। কোথাও কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তো কোথাও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আবার ফাঁকা হাতেও ফিরতে হচ্ছে দু-একটি জায়গা থেকে।
তবে পার্থ-অর্পিতার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনও হাতে পাওয়া বাকি বলে তদন্তকারীরা মনে করছেন। বর্তমানে সিজিও কমপ্লেক্সের ইডি হেফাজতে আছেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সূত্রের খবর, প্রথম দিকে একাধিক আবদারে ইডি অফিসারদের নাজেহাল করছিলেন অর্পিতা। কখনও ড্রাই ফ্রুটসের দাবি তো কখনও চায়ের বদলে কফি খাওয়া ইচ্ছের কথা বলেছেন। কিন্তু এখন সয়ে গিয়েছে সবই। ইডি জেরার মুখে একাধিক তথ্য উগরে দিয়েছেন অর্পিতা। কিন্তু সূত্রের খবর, ম্যারাথন জেরাতেও কোনওভাবেই মুখ খুলতে চাইছেন না তিনি ,খবর ইডি সূত্রে। তবে নিঃস্তব্ধতার আড়ালে একটু একটু করে ভাঙতে শুরু করেছেন হেভিওয়েট, মত গোয়েন্দাদের।