TMC: তৃণমূলের মহাসচিব পদ উঠে যেতে চলেছে? জোরাল জল্পনা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 29, 2022 | 8:58 AM

TMC: পর্যবেক্ষকদের মতে, তৃণমূলে মহাসচিব পদটা আলঙ্কারিক। শুনতে গুরুগম্ভীর হলেও বিশেষ কোনও কার্যকারিতা নেই।

TMC: তৃণমূলের মহাসচিব পদ উঠে যেতে চলেছে? জোরাল জল্পনা
মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়

Follow Us

কলকাতা: বৃহস্পতিবারের বারবেলা থেকেই পরপর টুইস্ট তৃণমূলে। তিন দফতরের মন্ত্রিত্ব থেকে শুরু করে দলের সমস্ত পদ থেকে রাতারাতি ছেঁটে ফেলা হল পার্থ চট্টোপাধ্যায়কে। তবে এখানেই শেষ নয়। পার্থ বিদায়ের পর এবার নয়া গুঞ্জন ঘাসফুলের অন্দরে। অনেকেই মনে করছেন পরবর্তী মহাসচিব বাছাইয়ের পথে আর হাঁটবেই না জোড়াফুল।
মাত্র সাত দিন। আর সেই সাতদিনেই কেলেঙ্কারির সাতকাহন। কোটি কোটি টাকার উথাল পাতাল সুনামি। ঢেউয়ের ধাক্কায় কার্যত টালমাটাল বঙ্গের শাসকশিবির।

প্রথমে কাছে দূরের ট্যাপিজের ব্যালেন্স বজায়ের চেষ্টা করেও শেষমেশ ধোপে টিকল না সমতার কৌশল। সামনেই পঞ্চায়েত ভোট। চব্বিশে লোকসভার চ্যালেঞ্জ। তার আগে ইমেজের এই ড্যামেজে শেষ পর্যন্ত শাস্তির খাঁড়া নামল পার্থর ঘাড়ে। রাতারাতি ক্যাবিনেট থেকে বাদ পড়লেন স্বঘোষিত মমতার সেকেন্ড। এখানেই শেষ নয় । সন্ধ্যায় শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পর তৃণমূলের বিবেকের ভূমিকায় অভিষেকের এন্ট্রি।

তিন দফতরের প্রাক্তন মন্ত্রীকে দলের সব পদ থেকে বরখাস্তের ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাফ জানিয়ে দিলেন যতদিন তদন্ত চলবে ততদিন পার্থ চট্টোপাধ্যায়ের প্রাথমিক সদস্যপদের উপর সাসপেনশন বহাল। স্বাভাবিকভাবেই এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে তৃণমূলের নতুন মহাসচিব কে? অভিষেক জানিয়েছেন, এখনও নতুন মহাসচিব ঠিক হয়নি। পার্টির ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে সেই সিদ্ধান্ত নেবেন খোদ ঘাসফুল সুপ্রিমোই।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূলে মহাসচিব পদটা আলঙ্কারিক। শুনতে গুরুগম্ভীর হলেও বিশেষ কোনও কার্যকারিতা নেই। ১৯৯৮ -এ পয়লা জানুয়ারি তৃণমূলের কংগ্রস প্রতিষ্ঠার পর দলীয় সংবিধানেও এই তকমার কোনও উল্লেখ ছিল না। মমতার সিদ্ধান্তেই মহাসচিব করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তবে এবার কঠোর পথে হাঁটতে চলেছে তৃণমূল নেতৃত্ব। দলের অন্দরেই জোর গুঞ্জন, তৃণমূলে মহাসচিব পদটাই আর থাকবে না।

রাজ্য সভাপতি পদটি থাকলেও, সাধারণ সম্পাদকদের মধ্যে আরই কাউকে মহাসচিব করে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা নাই ভাবতে পারে শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে পার্থর পর তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান, দলের জাতীয় কর্মসমিতির সদস্যই বা কে হচ্ছেন, সেবিষয়েও খোলসা করেননি অভিষেক।

Next Article