কলকাতা: একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। অন্যজন আইএস জঙ্গি। দু’জনেই বন্দি প্রেসিডেন্সি জেলে। প্রথমজন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আর দ্বিতীয়জন জঙ্গি মুসা (IS terrorist Musa)। জেলে দু’জন মুখোমুখি হতেই ঘটে গেল বিতিকিচ্ছিরি ব্যাপার। পড়ে গিয়ে চোট পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেল সূত্রের খবর, পার্থর পড়ে যাওয়ার পিছনে রয়েছে জঙ্গি মুসার ‘মল’। তা থেকে ‘রক্ষা’ পেতে গিয়েই নাকি পড়ে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর থুতনিতে সামান্য লাগে। ঘটনাটি গত ১৯ ফেব্রুয়ারির।
জেল সূত্রে খবর, জঙ্গি মুসা মগে মল ভরে জেলের মধ্যে ছোড়ে। রবিবার তার এই কাণ্ডের সময় মুখোমুখি পড়ে যান পার্থ চট্টোপাধ্যায়। মুসাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেইসময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তাতেই তাঁর থুতনিতে সামান্য চোট লাগে। বুধবার এসএসকেএম-র একটি টিম জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দেখে আসেন। পড়ে গেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর চোট গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আইএস জঙ্গি মুসা ওরফে মহম্মদ মসিউদ্দিন ধরা পড়ে ২০১৬ সালের ৪ জুলাই। বর্ধমান স্টেশন থেকে তাকে গ্রেফতার করে রেলপুলিশ ও সিআইডি। বীরভূমের লাভপুরের বাসিন্দা মুসা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুসা প্রেসিডেন্সি জেলে রয়েছে। গত কয়েকমাস ধরেই এই জেলই ঠিকানা পার্থ চট্টোপাধ্যায়েরও। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গত বছরের ২২ জুলাই গ্রেফতার করে ইডি। তারপর থেকে জেলই তাঁর ঠিকানা। এর আগেও জেলের মধ্যে কারারক্ষীদের উপর হামলার অভিযোগ উঠেছে মুসার বিরুদ্ধে। কলকাতার নগর ও দায়রা আদালতে এজলাসে দাঁড়িয়ে বিচারকের দিকে জুতোও ছুড়েছিল সে। সেই সময় সে চিৎকার করে বলেছিল, ‘মানুষের তৈরি আইন আমি মানি না।’
এর আগে জেলের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবীরা। এই ঘটনার পর তাঁর নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। এদিকে, জানা গিয়েছে, ঘটনার পর জঙ্গি মুসাকে অন্য জায়গায় সরানো হয়েছে জেল কর্তৃপক্ষের তরফে।