AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha Chatterjee: ‘প্রয়োজনে অটো নিয়ে ঘুরব…’, বাড়ি ফিরেই কেন বললেন পার্থ?

Partha Chatterjee: দলের জন্মের বহু আগে থেকে দলনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক। ৩৪ বছরের বাম সরকারের বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী তিনি। কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পরই পার্থকে দলীয় পদ থেকে সরানো হয়েছে। নিয়ে নেওয়া হয়েছে মন্ত্রিত্ব! কিন্তু এখনও তিনি রাজনৈতিক জীবনে  দায়বদ্ধ।

Partha Chatterjee: 'প্রয়োজনে অটো নিয়ে ঘুরব...', বাড়ি ফিরেই কেন বললেন পার্থ?
পার্থ চট্টোপাধ্যায় Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 12, 2025 | 2:15 PM
Share

কলকাতা: তিন বছর আগে ২২ জুলাইয়ের মধ্যরাত! এক লহমায় থমকে গিয়েছিল নাকতলা! তাঁদের পাঁচ বারের বিধায়কের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ! যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল তাঁর সঙ্গী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে, তা এর আগে কখনও দেখেনি শহরবাসী। তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। পার্থ চট্টোপাধ্যায়কে যখন বাড়ি থেকে তদন্তকারীরা নিয়ে গিয়েছিলেন, তখন বাড়ির দরজা, গলির মুখে অত্যুৎসাহী মানুষের ভিড়! তবে মুখে কুলুপ। কাট টু ১১ নভেম্বর, ২০২৫! পার্থ ফিরলেন নিজের বাড়িতে। তিন বছরের কারাজীবনে জামিনে মুক্তি পেয়ে। আবারও রাস্তায় ভেঙে পড়ল ভিড়। কেউ উলুধ্বনি, কেউ শাঁখ বাজালেন, ঘরের দোরগোড়ায় হল আরতিও! কেউবার পোস্টার হাতে তাঁদের এত বারের বিধায়ককে স্বাগত জানালেন। সৌজন্যে সেই নাকতলাবাসী। পার্থ বাড়ি ফিরেও বললেন, ‘হ্যাঁ আমি দায়বদ্ধ’! দায়বদ্ধ তিনি গোটা নাকতলাবাসীর কাছে।

বাড়ি ফিরেই তাঁর নতুন কর্মসূচি। বেহালাবাসীর জন্য লিফলেট বিলি করছেন বিধায়ক। নাম ‘দুয়ারে বিধায়ক’। তাঁর আবেদন, “” আমার ছবিকে মসিলিপ্ত হওয়া থেকে উদ্ধার করুন।” লিফলেটে তাঁর বক্তব্য, বহু যোগ্য বেকারের কর্ম সংস্থান হয়েছে । যা কোন অর্থের বিনিময়ে হয়নি। তাতে লেখা, “চাকরির বদলে কে আমাকে অর্থ দিয়েছেন , আসুন যথা যোগ্য প্রমাণ দিন কে টাকা দিয়েছেন আমার হাতে। আমার নাম করে কেউ টাকা নিয়েছে ? আমাকে জানান । আমি ব্যবস্থা নেবই।”

দলের জন্মের বহু আগে থেকে দলনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক। ৩৪ বছরের বাম সরকারের বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী তিনি। কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পরই পার্থকে দলীয় পদ থেকে সরানো হয়েছে। নিয়ে নেওয়া হয়েছে মন্ত্রিত্ব! কিন্তু এখনও তিনি রাজনৈতিক জীবনে  দায়বদ্ধ। বাড়ি ফেরার পর পার্থ বললেন, “সত্যের জয় হবে। দুয়ারে বিধায়ক লিফলেট নিয়ে, আমি এখনও পুরোটা পড়িনি। তবে আমি মানুষের কাছে দায়বদ্ধ, ৫০ বছর মানুষ আমাকে জিতিয়েছে, তাহলে তাঁরা কি কোনও অসৎ ব্যক্তিকে জিতিয়েছেন? অকমর্ণ ব্যক্তিকে জিতিয়েছেন? তাঁদের প্রতি তো কর্তব্য রয়েছে।” তিনি এখন ‘গণদেবতার’ কাছে বিচার চাইবেন। আর প্রয়োজনে সেক্ষেত্রে অটো নিয়ে বেহালাবাসীর ঘরে ঘরে যাবেন!

পার্থ বললেন “রাজনৈতিক বিচার যদি চাইতেই হয়, যাঁরা আমাকে এতবার জিতিয়েছেন, তাঁদের কাছে যাব। তাঁদের প্রতি দায়বদ্ধ। বেহালার মানুষের ঘরে ঘরে যাব, প্রয়োজন হলে অটো নিয়ে ঘুরব। কিন্তু বলব, আমি অসৎ নই। আমি নির্দোষ।”  পার্থর কথায়, “আসল খেলোয়াড় তো ময়দানেই প্রমাণ করেন, তিনি কত বড় খেলোয়াড়!”