কলকাতা : একসময় কনভয় নিয়ে যাতায়াত করতেন তিনি। পাশে থাকতেন দেহরক্ষী। রাজ্যের মন্ত্রী শুধু ছিলেন না, পার্থ চট্টোপাধ্যায় ছিলেন দীর্ঘদিনের বিধায়ক, শাসক দলের একেবারে প্রথম সারির নেতাদের মধ্যে একজন। দাপুটে, প্রভাবশালী- এসব তকমাও দেওয়া হয়েছে তাঁকে বারবার। তবে গত ৬ মাসে বদলে গিয়েছে অনেক কিছুই। বর্তমানে পার্থ চট্টোপাধ্য়ায়ের ঠিকানা প্রেসিডেন্সি জেল। আদালতে পেশ করার জন্য বের করা হয় জেল থেকে। নিয়ে যাওয়া হয় আদালতে। বৃহস্পতিবারও তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। আসা-যাওয়ার সময় নির্বিকার দেখাল তাঁকে।
এদিনও তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। তবে প্রথম দিকে তাঁর চোখে মুখে যে উৎকণ্ঠা দেখা যেত, তা যেন উধাও। আগে যেভাবে অনেক কিছু বলতে চাইতেন তিনি, এখন আর তেমন কিছু শোনাও যায় না তাঁর মুখ থেকে। যেন রুটিন হিসেবে মেনে নিয়েই আদালত থেকে জেল, আর জেল থেকে আদালতে যান পার্থ। এদিন বেরনোর সময় সাংবাদিকদের দেখে তিনি শুধু বললেন, ‘আপনারা সবাই ভাল থাকুন।’ ব্যাস, এটুকু বলেই গাড়িতে উঠে পড়লেন তিনি।
‘আপনারা সবাই ভাল থাকুন’- এই শব্দগুচ্ছের আড়ালে কি তিনি বলতে চাইলেন ‘আমি ভাল নেই’? এমনটাও মনে করছেন কেউ কেউ। বারবার জামিন খারিজ হয়ে যাওয়ায় তিনি কি হতাশ? প্রশ্ন উঠছে তা নিয়েও।
এদিন আরও একবার প্রভাবশালী তত্ত্বের ভিত্তিতে খারিজ হয়ে গিয়েছে পার্থর জামিন। বিচারক নির্দেশনামায় জানিয়েছেন, অভিযুক্তের আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার প্রাথমিক সত্যতা মিলেছে। কেস ডায়েরিতে যে ধরনের তথ্য রয়েছে তাতে যথেষ্ট তথ্য আছে। গত ৬ মাসের তদন্তে অভিযুক্তের ভূমিকা উঠে এসেছে এবং কেস ডায়েরিতে থাকা বয়ান থেকে তাঁর (পার্থ) এই স্ক্যামের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা জোরালো হয়েছে।