Partha Chatterjee: ‘স্যর আমি আসব’, আর ভার্চুয়াল নয়, সশরীরে আদালতে আসতে চান পার্থ
Partha Chatterjee: পার্থকে ভার্চুয়ালি আলিপুর আদালতে পেশ করার জন্য বৃহস্পতিবার আবেদন করেছিলেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার। পার্থ জেল সুপারের আবেদন মানতে রাজি হননি। জেল সুপারের আবেদন খারিজ করে আদালতও। তবে খারাপ আবহাওয়ার জন্য আজ কোর্ট লকআপ থেকে ভার্চুয়ালি হাজির হন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

কলকাতা: প্রথম থেকেই ‘প্রভাবশালী’ কাঁটায় বিদ্ধ পার্থ চট্টোপাধ্যায়। যে আদালতেই যান না কেন, শুনতে হয়, ‘ধৃত প্রভাবশালী’। বারবার নাকচ হয়ে যায় জামিনের আর্জি। এবার তাই সেই তকমা ঝাড়তেই মরিয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি আর ভার্চুয়ালি হাজিরা দিতে চান না, আলিপুর স্পেশাল সিবিআই আদালতে সশরীরে হাজিরা দিতে চান পার্থ চট্টোপাধ্যায়।
পার্থকে ভার্চুয়ালি আলিপুর আদালতে পেশ করার জন্য বৃহস্পতিবার আবেদন করেছিলেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার। পার্থ জেল সুপারের আবেদন মানতে রাজি হননি। জেল সুপারের আবেদন খারিজ করে আদালতও। তবে খারাপ আবহাওয়ার জন্য আজ কোর্ট লকআপ থেকে ভার্চুয়ালি হাজির হন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
এদিন শুনানিপর্বে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমি এসেছি। বসে আছি চুপচাপ।’ বিচারক বলেন, ‘আপনাদের উপস্থিতি সবসময় মামলার শুনানির জন্য ভাল। তবে জেল সুপারের তরফে আবেদন এসেছিল ভার্চুয়ালি পেশের জন্য। আমি তাহলে আবেদন গ্রহণ করছি। তাহলে আপনাকে আর আসতে হবে না। আপনি কি হাজিরা দিতে চান? আপনি পারবেন তো?’
বিচারপতির প্রশ্নের জবাবে পার্থ বলেন, ‘হ্যাঁ স্যর আমি আসব।’ এরপরই বিচারক বলেন, ‘তাহলে আমি জেল সুপারের আবেদন খারিজ করে দিচ্ছি। তাহলে কিন্তু আপনাকে আদালতে হাজির হতে হবে।’ আবারও পার্থ বলেন, তিনি আসবেন। ২১ ডিসেম্বর অবধি জেল হেফাজত দিয়েছে আদালত।
