কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার আলিপুর আদালতে তোলা হয়। এ দিন আদালতের ভিতরে তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর নতুন কর্মসূচি ‘তৃণমূলে নব জোয়ার’ জন্য শুভেচ্ছা জানান তিনি। সঙ্গে তৃণমূল কর্মীদেরও ‘গাইডিং ফোর্সের’ নেতা বলেও উল্লেখ করেন।
আগামিকাল থেকে শুরু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ যাত্রা করতে চলেছেন তিনি। অভিষেকের সেই কর্মসূচি যাতে সুষ্ঠভাবে সুসম্পন্ন হয় তার জন্য আজ শুভেচ্ছা জানান পার্থ। সঙ্গে এও বলেন, “অভিষেক আমাদের ড্রাইভিং ফোর্সের নেতা। আমরা গাইডিং ফোর্সের নেতা।”
তবে আজ প্রাক্তন শিক্ষামন্ত্রীর হাতে দেখা গেল না কোনও আঙটি। আগেরবারের শুনানিতে প্রশ্ন উঠেছিল গহনাগাটি সমেত কীভাবে গারদে রয়েছেন তিনি? প্রশ্ন তুলে প্রভাবশালী তত্ত্বে শান দিয়েছিলেন ইডি-র আইনজীবী। তলব করা হয়েছিল জেল সুপারকে। সূত্রের খবর, সেই চাপেই আজ অলঙ্কারহীন অবস্থায় দেখা গেল হেভিওয়েটকে। আজ আদালতে ঢোকার মুখে আঙুল নেড়েচেড়ে দেখিয়ে পার্থ বোঝাতে চাইলেন তিনি আঙটি ঘড়ি খুলে ফেলেছেন। এ দিন সাংবাদিকদের সামনে প্রাক্তন মন্ত্রী বলেন,”ওটা অলঙ্কার ছিল না, ধর্মচারনের অংশ ছিল। আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে।”
এর আগে গত ৩০ মার্চ আদালত চত্বরের বাইরে ‘পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান। একসময় প্রাক্তন এই মন্ত্রীকেই দেখে উঠত ‘চোর’ স্লোগান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তবে কি পঞ্চায়েত নির্বাচনের আগে সমীকরণ বদলাতে শুরু করছে? কারণ সম্প্রতি প্রাক্তন মন্ত্রী আদালত কক্ষের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে ভাল ফলই করবে তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, পার্থ চট্টোপাধ্যায় এটাই বোঝাতে চেয়েছিলেন, তিনি আজও তৃণমূলীই। দলের হয়েই সওয়াল করছেন। এরপর আজ অভিষেককে শুভেচ্ছা বার্তা দেওয়ায় সেই জল্পনাই আরও জোারাল হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
যদিও তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন, ‘বেনিফিট অফ ডাউটের’ ভিত্তিতেই পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কৃত করেছেন তাঁরা। দল এই বিষয়ে ভীষণই কড়া।