Partha Chatterjee: জামিন পাবেন পার্থ? কোন জটে বারবার আটকে যাচ্ছে মামলা?
Partha Chatterjee: সূত্রের খবর, অ্যাডমিস্ট্রেশন অর্ডারে বিচার ভবনের চারটি বিশেষ সিবিআই আদালতে সিবিআইয়ের মামলাগুলি ভাগ করে দেওয়া হয়েছে। ফলে কোন আদালতে এই মামলার শুনানি হবে তা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে।
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঝুলে রইল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা। কোন নিম্ন আদালতে শুনানি হবে সেটা এখনও ঠিক হয়নি। সোজা কথায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আটকে হাইকোর্টেই। প্রসঙ্গত, আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নিম্ন আদালতে অর্থাৎ বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, কোন নিম্ন আদালতে হবে এই জামিনের শুনানি, তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত স্থগিত থাকল জামিনের আবেদনের শুনানি।
সূত্রের খবর, অ্যাডমিস্ট্রেশন অর্ডারে বিচার ভবনের চারটি বিশেষ সিবিআই আদালতে সিবিআইয়ের মামলাগুলি ভাগ করে দেওয়া হয়েছে। ফলে কোন আদালতে এই মামলার শুনানি হবে তা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। ইতিমধ্যেই এক অভিযুক্ত অ্যাডমিস্ট্রেশন অর্ডারকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ফলে গোটা বিষয়টিই উচ্চ আদালতের বিচারাধীন রয়েছে।
সে কারণেই হাইকোর্টের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঝুলে রইল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। এদিনই ছিল শুনানির দিন। আদালতে দু-পক্ষের আইনজীবী উপস্থিত থাকলেও জটিলতা না কাটায় শুনানি স্থগিত হয়ে যায়। ৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। এখন দেখার জল কোনদিকে গড়ায়।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)