Partha Chatterjee: চার্জশিটে পার্থর নামে অনুমোদন রাজ্যপালের, আদালতে জানাল CBI

Partha Chatterjee: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি-র নিয়োগ সংক্রান্ত মামলার ওই চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড়াও আরও পাঁচ অভিযুক্তের নাম ছিল। নাম ছিল শান্তিপ্রসাদ সিনহা সহ একাধিক প্রাক্তন আধিকারিকের। আদালত কি এবার চার্জশিট গ্রহণ করতে পারবে?

Partha Chatterjee: চার্জশিটে পার্থর নামে অনুমোদন রাজ্যপালের, আদালতে জানাল CBI
চার্জশিটে পার্থ নাম ছিল আগেইImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 5:05 PM

কলকাতা: চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামে অনুমোদন দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর নামে চার্জশিট পেশ করা হয়েছিল আগেই। সেই সময়েই রাজ্যপালের কাছে অনুমোদন চেয়েছিল সিবিআই। আজ, বৃহস্পতিবার আদালতে সিবিআই জানাল, সেই অনুমোদন মিলেছে ইতিমধ্যেই। এতদিন পর্যন্ত অনুমোদন না থাকায় আদালত চার্জশিট গ্রহণ করেনি। যেহেতু পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, আর মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল, তাই তাঁর গ্রেফতারির ক্ষেত্রে বা চার্জশিটে নাম দেওয়ার ক্ষেত্রে রাজ্যপালের অনুমতির প্রয়োজন হয়।

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি-র নিয়োগ সংক্রান্ত মামলার ওই চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড়াও আরও পাঁচ অভিযুক্তের নাম ছিল। নাম ছিল শান্তিপ্রসাদ সিনহা সহ একাধিক প্রাক্তন আধিকারিকের। সেই সব আধিকারিকের জন্য আবার অনুমোদন চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে। সেই অনুমোদন এখনও মেলেনি। ফলে ও চার্জশিট আদালত গ্রহণ করবে কি না, এ ক্ষেত্রে কোনও বিকল্প পথ রয়েছে কি না, সেই প্রশ্ন রয়ে যাচ্ছে।

পার্থকে প্রথমে গ্রেফতার করেছিল ইডি। মাস কয়েক পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাঁদের হেফাজতে নিয়ে জেরা করার পর বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন ছিল। সেই অনুমতি আগেই দিয়েছেন রাজ্যপাল বোস।

নিয়োগ দুর্নীতি মামলায় চাকরির বিক্রির গুরুতর অভিযোগ সামনে এসেছে। আর সেই অভিযোগে নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর বান্ধবীর বাড়ি থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হওয়ার পর কেন্দ্রীয় সংস্থার সন্দেহ আরও বাড়ে। এরপরই পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তাঁরা দুজনেই জেল-বন্দি।