Kolkata Airport: বিমানে ওঠার ‘অনুপযুক্ত’ মহিলা, নামানো হল প্লেন থেকে…

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Mar 08, 2024 | 11:45 AM

Airport: এরপরই বিমান সেবিকারা ওই যাত্রীর কাছে জানতে চান, তাঁর কোনও অসুবিধা হচ্ছে কি না। তাতেই জানতে পারেন ওই মহিলার সিংকোপ রয়েছে। হৃদযন্ত্র মস্তিষ্কে ঠিকমতো রক্ত সঞ্চালনের সমস্যা হলে সে ক্ষেত্রে সেই ব্যক্তি আচমকা অজ্ঞান হয়ে যেতে পারেন। কিছুক্ষণের মধ্যে তিনি আবারও সুস্থ স্বাভাবিক হয়ে যান।

Kolkata Airport: বিমানে ওঠার অনুপযুক্ত মহিলা, নামানো হল প্লেন থেকে...
কলকাতা বিমানবন্দর (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: উড়ানের আগে বাতিল হল এক মহিলার যাত্রা। শারীরিক সমস্যার কারণে তাঁকে বিমানে যাতায়াতের জন্য অনুপযুক্ত বলে মনে করেছেন নিরাপত্তা কর্মীরা। এরপরই আন্তর্জাতিক ইউএস-বাংলা বিমান থেকে নামিয়ে দেওয়া হয় তাঁকে। বৃহস্পতিবার বাংলাদেশগামী ইউএস বাংলা এয়ারলাইন্স বিএস ২০২ বিমানে ওই মহিলা যাত্রী বোর্ডিংয়ের পর অস্বাভাবিক আচরণ করতে থাকেন।

এরপরই বিমান সেবিকারা ওই যাত্রীর কাছে জানতে চান, তাঁর কোনও অসুবিধা হচ্ছে কি না। তাতেই জানতে পারেন ওই মহিলার সিংকপি রয়েছে। হৃদযন্ত্র মস্তিষ্কে ঠিকমতো রক্ত সঞ্চালনের সমস্যা হলে সে ক্ষেত্রে সেই ব্যক্তি আচমকা অজ্ঞান হয়ে যেতে পারেন। কিছুক্ষণের মধ্যে তিনি আবারও সুস্থ স্বাভাবিক হয়ে যান।

ওই মহিলার ক্ষেত্রেও এমনই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিমান সেবিকারা। বিমানবন্দরে নিযুক্ত মেডিক্যাল টিম তাঁর পরীক্ষানিরীক্ষা করে। এরপরই তারা জানায়, উড়ানের উপযুক্ত নন এই মহিলা। এরপর তাঁকে বিমান বন্দর থেকে বের করে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

Next Article