Weather Report: ঝুপ করে নামল তাপমাত্রা, ফাল্গুনের ভোরে সোয়েটার চাপাল কলকাতাবাসী, কেন এই অবস্থা?

Kaamalesh Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 08, 2024 | 1:32 PM

Weather Report: শীতের শুরুর দিকে এবার ঠাণ্ডা পড়েনি সেভাবে। পরে তাপমাত্রা কমলেও ফেব্রুয়ারি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শীত বিদায় নেয় মোটামুটিভাবে। এবার মার্চ মাস পড়তেই হঠাৎ ঠাণ্ডা।

Follow Us

কলকাতা: আজ মার্চের ৮ তারিখ, বাংলা ক্যালেন্ডারে ফাল্গুন মাস প্রায় শেষের দিকে। বলা যেতে পারে ভরা বসন্ত। কোকিলের ডাকাডাকিও শুরু হয়ে গিয়েছে। পলাশ ফুলে ভরেছে গাছ। এমন এক সকালে হঠাৎ শীতের অনুভূতি। শুক্রবার ভোরের দিকে অনেকেই রাস্তায় বেরলেন সোয়েটার বা জ্যাকেট চাপিয়ে। মার্চের সকালে এই দৃশ্য অস্বাভাবিক না হলেও ব্যতিক্রমী বলাই যায়। গত কয়েকদিন ধরে ছিল মেঘ, তৈরি হয়েছিল বৃষ্টির সম্ভাবনা। সেই মেঘ কাটতেই হঠাৎ করে নেমেছে তাপমাত্রা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শীত শীত ভাব অনুভব করতে শুরু করেছে কলকাতা বাসী। আশপাশের জেলাগুলিতেও একই অবস্থা।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯। রাতারাতি তাপমাত্রা আরও খানিকটা নেমে গিয়েছে। আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এমনিতে আলিপুর আবহাওয়া দফতরে মার্চ মাসে ১২.৯ ডিগ্রিতেও তাপমাত্রা নামার রেকর্ড আছে। ১৯৮৪ সালে এমনটা নেমেছিল তাপমাত্রা। আর সাম্প্রতিককালে ২০১৯ সালে মার্চে কলকাতায় তাপমাত্রা নেমেছিল ১৫.৫ ডিগ্রিতে। এবার এখনও পর্যন্ত এতটাও নামেনি তামপাত্রা।

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড অনুযায়ী কলকাতায় এ বারের মার্চের শীতলতম দিন আজই। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ২ ডিগ্রি কম। বলা যায়, মার্চের প্রথম সপ্তাহ পেরিয়ে এই তাপমাত্রা প্রকৃতির আশীর্বাদের মতোই। বিশেষ করে এবার যেখানে শীতের শুরুতে ঠান্ডাই পড়েনি ভাল করে। শেষে সেটাই পুষিয়ে দিচ্ছে প্রকৃতি।

কলকাতা: আজ মার্চের ৮ তারিখ, বাংলা ক্যালেন্ডারে ফাল্গুন মাস প্রায় শেষের দিকে। বলা যেতে পারে ভরা বসন্ত। কোকিলের ডাকাডাকিও শুরু হয়ে গিয়েছে। পলাশ ফুলে ভরেছে গাছ। এমন এক সকালে হঠাৎ শীতের অনুভূতি। শুক্রবার ভোরের দিকে অনেকেই রাস্তায় বেরলেন সোয়েটার বা জ্যাকেট চাপিয়ে। মার্চের সকালে এই দৃশ্য অস্বাভাবিক না হলেও ব্যতিক্রমী বলাই যায়। গত কয়েকদিন ধরে ছিল মেঘ, তৈরি হয়েছিল বৃষ্টির সম্ভাবনা। সেই মেঘ কাটতেই হঠাৎ করে নেমেছে তাপমাত্রা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শীত শীত ভাব অনুভব করতে শুরু করেছে কলকাতা বাসী। আশপাশের জেলাগুলিতেও একই অবস্থা।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯। রাতারাতি তাপমাত্রা আরও খানিকটা নেমে গিয়েছে। আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এমনিতে আলিপুর আবহাওয়া দফতরে মার্চ মাসে ১২.৯ ডিগ্রিতেও তাপমাত্রা নামার রেকর্ড আছে। ১৯৮৪ সালে এমনটা নেমেছিল তাপমাত্রা। আর সাম্প্রতিককালে ২০১৯ সালে মার্চে কলকাতায় তাপমাত্রা নেমেছিল ১৫.৫ ডিগ্রিতে। এবার এখনও পর্যন্ত এতটাও নামেনি তামপাত্রা।

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড অনুযায়ী কলকাতায় এ বারের মার্চের শীতলতম দিন আজই। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ২ ডিগ্রি কম। বলা যায়, মার্চের প্রথম সপ্তাহ পেরিয়ে এই তাপমাত্রা প্রকৃতির আশীর্বাদের মতোই। বিশেষ করে এবার যেখানে শীতের শুরুতে ঠান্ডাই পড়েনি ভাল করে। শেষে সেটাই পুষিয়ে দিচ্ছে প্রকৃতি।

Next Article