Kolkata Airport Digi Yatra: এবার মুখ দেখিয়েই উঠে পড়ুন বিমানে, মোবাইলে চলে যাবে বোর্ডিং পাস; কলকাতা বিমানবন্দরে চালু হল ‘ডিজি যাত্রা’

Kolkata Airport: অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের উদ্যোগে ডিজি যাত্রা সিস্টেম যাত্রীদের স্বয়ংক্রিয়করণ নীতি।

Kolkata Airport Digi Yatra: এবার মুখ দেখিয়েই উঠে পড়ুন বিমানে, মোবাইলে চলে যাবে বোর্ডিং পাস; কলকাতা বিমানবন্দরে চালু হল 'ডিজি যাত্রা'
ডিজি যাত্রা শুরু হল।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 01, 2023 | 11:48 AM

কলকাতা: এবার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরেও শুরু হল ‘ডিজি যাত্রা’ (Digi Yatra)। ৩১ মার্চ ২০২৩ থেকে কলকাতা বিমান বন্দরের যাত্রীরা ডিজি যাত্রা পরিষেবা নিতে পারবেন। এটি একটি ফেসিয়াল রেকগনাইজেশন বেসড বোর্ডিং সিস্টেম। এর ফলে যাত্রীদের বিমানে ওঠার জন্য আর লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নিতে হবে না। শুধু মুখের ছবি তুলেই বিমানে উঠতে পারবেন যাত্রীরা। অসমারিক পরিবহণ মন্ত্রকের এই এই বিশেষ ব্যবস্থার নামই ডিজি যাত্রা। প্রথম পর্যায়ে দিল্লি, বেঙ্গালুরু ও বারাণসী বিমানবন্দরে ডিজি যাত্রা শুরু হয়েছিল। এবার কলকাতা বিমানবন্দরে চালু হল এই ব্যবস্থা। এর ফলে এখন থেকে যাত্রীদের জন্য একাধিক পয়েন্টে টিকিট এবং আইডি যাচাইকরণের প্রয়োজনীয়তা নেই। এর ফলে সময় তো বাঁচবেই, হাজারও ঝামেলা থেকেও মিলবে মুক্তি।

চলতি বছর ২১ ফেব্রুয়ারি থেকে ডিজি যাত্রার ট্রায়াল শুরু হয়। ৩০ তারিখ পর্যন্ত মোট ৯ হাজার ২০৬ জন যাত্রী ডিজি যাত্রার সুবিধা পান। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভিস্তারা, স্পাইসজেটের যাত্রীরা কলকাতা বিমানবন্দরে এই সুবিধা ব্যবহার করতে পারবেন। ডিপার্চার এন্ট্রি গেট 2B ও 3A দিয়ে টার্মিনালের ভিতরে প্রবেশ পথে ইনস্টল করা হয়েছে ।

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের উদ্যোগে ডিজি যাত্রা সিস্টেম যাত্রীদের স্বয়ংক্রিয়করণ নীতি। যোগাযোগহীন এবং কাগজবিহীন ভ্রমণ প্রক্রিয়া। কলকাতার এয়ারপোর্ট ডিরেক্টর সি পট্টাভি বলেন, “যাত্রীদের পরিষেবা ঝক্কিবিহীন করতে এই উদ্যোগ। পেপারলেস ট্রাভেল, আরও নিরাপত্তা এবং বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নতির জন্য কাজ করবে ডিজি যাত্রা।”

ডিজি ব্যবস্থার ক্ষেত্রে প্রথমে যাত্রীকে নাম রেজিস্ট্রেশন করাতে হবে। তা যেখানে হবে সেই টার্মিনালে ঢোকার মুখে ও ভিতরে বসানো হবে রেজিস্ট্রেশন কিয়স্ক। নাম নথিভুক্ত করার পর যাত্রীর মোবাইলে একটি লিঙ্ক আসবে। এরপর ফেস রিডিং যন্ত্রে মুখ এবং চোখ মিলিয়ে দেখা হবে। বায়োমেট্রিক এই পদ্ধতি মিটলে টার্মিনালে ঢোকার মুখ থেকে মোট তিনবার যাত্রীদের মুখ মিলিয়ে দেখা হবে। এরপর ওই লিঙ্কে ক্লিক করলে মোবাইলেই চলে আসবে বোর্ডিং পাস।