Exhibition: চিত্র সাংবাদিকদের ‘চিত্র যেথা ভয়শূন্য’, প্রতিটি ছবিই এখানে জীবন্ত, আছে নিজস্ব কথন

সুজয় পাল | Edited By: Soumya Saha

Feb 14, 2024 | 11:52 PM

Photo Exhibition: মোট ২৪০টি ছবি এদিন রাখা হয়েছিল প্রদর্শনীতে। নিউজ় ফটোগ্রাফি থেকে শুরু করে ফিচার ফটোগ্রাফি, খেলা-বিনোদন সব ধরনের ছবি তুলে ধরা হয় প্রদর্শনীতে। অংশগ্রহণকারী চিত্র সাংবাদিকদের থেকে দু'টি করে ছবি প্রদর্শনীর জন্য নেওয়া হয়েছিল। প্রথম বছর স্বল্প পরিসরে এই আয়োজন করা হলেও, আগামী দিনে আরও ব্যাপক আকারে এই প্রদর্শনীর আয়োজন করতে ইচ্ছুক উদ্যোক্তারা।

Exhibition: চিত্র সাংবাদিকদের চিত্র যেথা ভয়শূন্য, প্রতিটি ছবিই এখানে জীবন্ত, আছে নিজস্ব কথন
চিত্র সাংবাদিকদের প্রদর্শনী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সারা বছর তাঁরা ঘোরেন খবরের সন্ধানে। কাঁধে ক্যামেরার ব্যাগ নিয়ে ছুটে বেড়ান এ প্রান্ত থেকে ও প্রান্ত। সারা বছর তাঁরা থাকেন ক্যামেরার লেন্সের উল্টো প্রান্তে। আজ তাঁদের জন্য একটা বিশেষ দিন। শহরের চিত্র সাংবাদিকদের ফ্রেমবন্দি করা বিভিন্ন ছবি আজ প্রদর্শিত হল কলকাতায়। এবারের সরস্বতী পুজোয় ধর্মতলা এলাকায় সিধো-কানহো ডাহারে আয়োজন করা হয় চিত্র সাংবাদিকদের এই ছবির প্রদর্শনী। প্রদর্শনীর নাম ‘চিত্র যেথা ভয়শূন্য’। ভয়শূন্যই বটে। তাঁদের হাতে ফ্রেমবন্দি হওয়া এক একটা ছবি যেন ভীষণভাবে জীবন্ত। প্রতিটি ছবির নিজস্ব কথন রয়েছে। শুধু একটি ছবিই যেন, হাজার না-বলা কথা বলে দেয়।

বৃহস্পতি ও শুক্র, দু’দিন ধরে চলবে এই চিত্র প্রদর্শনী। আজ শহরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন আঙিনার মানুষ এসেছিলেন প্রদর্শনীর টানে। যাঁরা সারা বছর ক্যামেরার পিছনে থাকেন, তাঁরা আজ প্রদর্শনীতে আসা দর্শকদের মুখোমুখি। এতদিন যাঁদের তোলা ছবি, পাঠকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে, আজ তাঁরা পাঠকদের সামনাসামনি পেলেন। প্রশংসা পেলেন।

মোট ২৪০টি ছবি এদিন রাখা হয়েছিল প্রদর্শনীতে। নিউজ় ফটোগ্রাফি থেকে শুরু করে ফিচার ফটোগ্রাফি, খেলা-বিনোদন সব ধরনের ছবি তুলে ধরা হয় প্রদর্শনীতে। অংশগ্রহণকারী চিত্র সাংবাদিকদের থেকে দু’টি করে ছবি প্রদর্শনীর জন্য নেওয়া হয়েছিল। প্রথম বছর স্বল্প পরিসরে এই আয়োজন করা হলেও, আগামী দিনে আরও ব্যাপক আকারে এই প্রদর্শনীর আয়োজন করতে ইচ্ছুক উদ্যোক্তারা।

শহর কলকাতার চিত্র সাংবাদিকদের ছবির টানে প্রদর্শনীতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে প্রাক্তন সাংসদ-সাংবাদিক কুণাল ঘোষ, বাম নেতা রবিন দেব থেকে আরও অনেক বিশিষ্ট জনেরা। চিত্র সাংবাদিকদের ছবির প্রদর্শনী ‘চিত্র যেথা ভয়শূন্য’-র উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই। সাধুবাদ জানিয়েছেন তাঁরা। উদ্যোক্তারাও আশাবাদী, আগামীতে আরও ব্যাপক পরিসরে এই প্রদর্শনীকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার বিষয়ে।

Next Article