কলকাতা: সন্দেশখালির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চিন্তিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের উদ্দেশে একগুচ্ছ পরামর্শ দিলেন তিনি। মূল অভিযুক্ত ও তার সঙ্গীদের অবিলম্বে গ্রেফতারের পাশাপাশি, সেখানে কী ঘটেছে তা খতিয়ে দেখতে একটি বিচার বিভাগীয় তদন্তেরও কথাও বিবেচনা করে দেখার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল বোস।
উল্লেখ্য, সন্দেশখালির উদ্ভূত পরিস্থিতির মধ্যেই সেখানকার বাস্তব চিত্র খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে প্রতিবাদী মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের অভিযোগের কথা শোনেন। সন্দেশখালির বাস্তব চিত্র সরেজমিনে খতিয়ে দেখেই সোজা দিল্লির উদ্দেশে রওনা দেন রাজ্যপাল বোস। যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বুধবার রাতেই কলকাতায় ফিরেছেন তিনি। সন্দেশখালির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বোস রাজ্য সরকারকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন।
রাজ্যপাল বোস যখন সন্দেশখালিতে গিয়েছিলেন, তখন সেখানে প্রতিবাদী মহিলারা তাঁদের উপর অত্যাচারের কথা জানিয়েছিলেন বাংলার সাংবিধানিক প্রধানকে। হাত জোড় করে, বোসের পায়ে পড়ে কান্নাকাটি করেছিলেন তাঁরা। রাজ্যপালের কাছে ইতিমধ্যেই সেখানকার সাধারণ বাসিন্দারা লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। সেখানে উঠে এসেছে সন্দেশখালির বিভিন্ন অভিযোগের কথা। সেই সব বিষয় নিয়েই এবার রাজ্য সরকারকে বোসে পরামর্শ, এই গ্যাং-এর মাথাকে এবং তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। একটি বিশেষ টাস্ক ফোর্স কিংবা সিট গঠন করা হোকত তদন্তের জন্য। যে অভিযোগগুলি উঠে আসছে, সেগুলির বিচার বিভাগীয় তদন্তের কথাও বিবেচনা করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। সরকার যাতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ব্যবস্থা করে, সেই পরামর্শও দিয়েছেন বোস।