Jagdeep Dhankhar: রাজ্যপাল বিরুদ্ধে জনস্বার্থ মামলা গ্রহণযোগ্য নয়, প্রাথমিক পর্যবেক্ষণে জানাল আদালত

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 14, 2022 | 2:45 PM

Jagdeep Dhankhar: এক্তিয়ারের বাইরে গিয়ে কী ভাবে সরকারি কাজে বাধা দান করেন রাজ্যপাল? এই মর্মেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।

Follow Us

কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) অপসারণ চেয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গ্রহণযোগ্য নয়। প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানাল আদালত। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রাখা হয়েছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। জগদীপ ধনখড় রাজ্যপাল হিসেবে সংবিধান বহির্ভূত কাজ করছেন, এই মর্মে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। মামলাটি করেন আইমজীবী রমাপ্রসাদ সরকার।

রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন নয়। বিভিন্ন ইস্যুতে মত পার্থক্য প্রকাশ্যে এসেছে বারবার। রাজ্যপালের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থও হয়েছে তৃণমূল। আর এবার সেই রাজ্যপালের বিরুদ্ধেই মামলা হয়েছে হাইকোর্টে।  মামলাকারী প্রশ্ন তোলেন, রাজ্যপাল সংবিধান বহির্ভূত কাজ করছেন। এক্তিয়ারের বাইরে গিয়ে কী ভাবে তিনি সরকারি কাজে বাধা দেন, সেই প্রশ্নই তোলা হয়েছে। এই মামলায় রাজ্যপাল জগদীপ ধনখড় এবং দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও পক্ষ করা হয়েছে।

রাজ্যপাল জগদীপ ধনখড় বিভিন্ন সময়ে টুইট করছেন রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে। আবার কখনও প্রশাসন থেকে নীতি-নিয়োগ বিভিন্ন বিষয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার কোনও সরকারি কর্মসূচিতে গিয়েও একইভাবে রাজ্যের সমালোচনা করছেন তিনি। মামলাকারীর বক্তব্য, এই ধরনের আচরণ একজন রাজ্যপালে কাছ থেকে কাম্য নয়।

মামলাকারীর মতে, যিনি রাজ্যপাল পদে বসেন তাঁর একটা আলাদা ওজন রয়েছে, পদের গৌরব রয়েছে। একটি সম্মানজনক পদ এটি। যিনিই এই আসনে বসেন তাঁর গাম্ভীর্য, ঔদার্য এক কথায় যাকে বলা যায় ‘ডিগনিটি’, তা আলাদাই হওয়া উচিৎ।

উল্লেখ্য, রাজ্যপালকে সরানোর দাবিতে সংসদে স্বতন্ত্র প্রস্তাব এনেছে তৃণমূল। ১৭০ ধারায় রাজ্যসভায় এই প্রস্তাব এনেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনিই রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। পরে স্বতন্ত্র প্রস্তাব আনা হয়েছে রাজ্যসভায়।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) অপসারণ চেয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গ্রহণযোগ্য নয়। প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানাল আদালত। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রাখা হয়েছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। জগদীপ ধনখড় রাজ্যপাল হিসেবে সংবিধান বহির্ভূত কাজ করছেন, এই মর্মে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। মামলাটি করেন আইমজীবী রমাপ্রসাদ সরকার।

রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন নয়। বিভিন্ন ইস্যুতে মত পার্থক্য প্রকাশ্যে এসেছে বারবার। রাজ্যপালের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থও হয়েছে তৃণমূল। আর এবার সেই রাজ্যপালের বিরুদ্ধেই মামলা হয়েছে হাইকোর্টে।  মামলাকারী প্রশ্ন তোলেন, রাজ্যপাল সংবিধান বহির্ভূত কাজ করছেন। এক্তিয়ারের বাইরে গিয়ে কী ভাবে তিনি সরকারি কাজে বাধা দেন, সেই প্রশ্নই তোলা হয়েছে। এই মামলায় রাজ্যপাল জগদীপ ধনখড় এবং দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও পক্ষ করা হয়েছে।

রাজ্যপাল জগদীপ ধনখড় বিভিন্ন সময়ে টুইট করছেন রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে। আবার কখনও প্রশাসন থেকে নীতি-নিয়োগ বিভিন্ন বিষয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার কোনও সরকারি কর্মসূচিতে গিয়েও একইভাবে রাজ্যের সমালোচনা করছেন তিনি। মামলাকারীর বক্তব্য, এই ধরনের আচরণ একজন রাজ্যপালে কাছ থেকে কাম্য নয়।

মামলাকারীর মতে, যিনি রাজ্যপাল পদে বসেন তাঁর একটা আলাদা ওজন রয়েছে, পদের গৌরব রয়েছে। একটি সম্মানজনক পদ এটি। যিনিই এই আসনে বসেন তাঁর গাম্ভীর্য, ঔদার্য এক কথায় যাকে বলা যায় ‘ডিগনিটি’, তা আলাদাই হওয়া উচিৎ।

উল্লেখ্য, রাজ্যপালকে সরানোর দাবিতে সংসদে স্বতন্ত্র প্রস্তাব এনেছে তৃণমূল। ১৭০ ধারায় রাজ্যসভায় এই প্রস্তাব এনেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনিই রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। পরে স্বতন্ত্র প্রস্তাব আনা হয়েছে রাজ্যসভায়।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article