Narendra Modi-Mamata Banerjee: জন্মদিনে ‘দিদি’ মমতাকে শুভেচ্ছা মোদীর, কী লিখলেন নমো?
Narendra Modi-Mamata Banerjee: রাজনীতির কারবারিরা বলছেন, একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা-সহ বিভিন্ন বরাদ্দ আটকে রাখা নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর চলছে। কেন্দ্রকে লাগাতার নিশানা করেছেন মমতা। আবার রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না করায় মমতা সরকারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু, রাজনৈতিক সৌজন্যে কোনও ছেদ পড়েনি।
কলকাতা: ৭০ বছরে পা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্বোধন করলেন তিনি।
এদিন এক্স হ্যান্ডলে মমতাকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।”
রাজনীতির কারবারিরা বলছেন, একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা-সহ বিভিন্ন বরাদ্দ আটকে রাখা নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর চলছে। কেন্দ্রকে লাগাতার নিশানা করেছেন মমতা। আবার রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না করায় মমতা সরকারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু, রাজনৈতিক সৌজন্যে কোনও ছেদ পড়েনি। বরাবরই জন্মদিনে মমতাকে শুভেচ্ছা জানান মোদী। এদিনও জন্মদিনে মমতাকে শুভেচ্ছা জানিয়ে রাজনৈতিক সৌজন্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
এই খবরটিও পড়ুন
বাংলার মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। এক্স হ্যান্ডলে বাংলায় শুভেচ্ছাবার্তা লিখেছেন। তিনিও মমতাকে দিদি বলে উল্লেখ করেছেন। মল্লিকার্জুন লিখেছেন, “তৃণমূলের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন মমতা দিদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি।” শরদ পাওয়ারের কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সোলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, খাতায়কলমে মমতার জন্মদিন ১৯৯৫ সালের ৫ জানুয়ারি। তবে মুখ্যমন্ত্রী তাঁর ‘একান্তে’ বইয়ে লিখেছেন, তাঁর জন্ম দুর্গাপুজোর সময়।