PM Narendra Modi Live Update: দেশের মধ্যে প্রথম কলকাতাতেই! গঙ্গার নীচে চালু হয়ে গেল মেট্রো, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Sayanta Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 06, 2024 | 11:20 AM

Kolkata Metro: এসপ্ল্যানেড থেকে হাওড়া রুটের ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করবেন মোদী। গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে টানেল। জোড়া সুড়ঙ্গ দিয়ে চলবে মেট্রো।

PM Narendra Modi Live Update: দেশের মধ্যে প্রথম কলকাতাতেই! গঙ্গার নীচে চালু হয়ে গেল মেট্রো, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মেট্রো উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ফের ইতিহাস গড়ল কলকাতা মেট্রো। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড থেকে হাওড়া রুটের ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে টানেল। জোড়া সুড়ঙ্গ দিয়ে চলবে মেট্রো।

KEY HIGHLIGHTS

  1. এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার তলার মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তার পাশাপাশি আরও পাঁচটি প্রকল্পেরও উদ্বোধন করলেন তিনি।
  2. এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে মেট্রো উদ্বোধনের প্রক্রিয়া শুরু। অনুষ্ঠানে উপস্থিত রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু  অধিকারী।
  3. ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত ১.২৫ কিলোমিটার সম্প্রসারিত অংশের উদ্বোধন হল।
  4. কলকাতা মেট্রোর মুকুটে নতুন পালক। এবার থেকে গঙ্গার নীচ থেকে চলবে ট্রেন। গঙ্গার তলা থেকে মেট্রোয় ওঠার পরিকল্পনা ছিল মোদীর। প্রথমে সেই কর্মসূচি বাতিল করা হলেও, পরে স্কুল পড়ুয়াদের সঙ্গেই গঙ্গার নীচ থেকে মেট্রোয় সফর করেন মোদী।
  5. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ভিড় জমান মানুষ।
  6. মেট্রো উদ্বোধনের পর ভোটবঙ্গে প্রচারে ঝড় তুলবেন নরেন্দ্র মোদী। আরামবাগ, কৃষ্ণনগরের পর বারাসত। আজ রাজ্যে ফের জনসভা প্রধানমন্ত্রীর। বিজেপি মহিলা মোর্চার আয়োজনে বারাসতে শক্তি সম্মান সমাবেশে যোগ দেবেন নমো।
Next Article