Narendra Modi: নাড্ডা-শাহর পর জানুয়ারিতেই বাংলায় মোদী, উত্তরবঙ্গ থেকে শুরু জনসভা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 02, 2023 | 6:53 PM

Bengal BJP: বিজেপির দলীয় সূত্রে খবর, ২০২৩ সালে রাজ্যে ১৪টি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে সেই জনসভা এবং তা শুরু হচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে।

Narendra Modi: নাড্ডা-শাহর পর জানুয়ারিতেই বাংলায় মোদী, উত্তরবঙ্গ থেকে শুরু জনসভা
নরেন্দ্র মোদী

Follow Us

কলকাতা: নতুন বছরের শুরুতেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিজেপি (BJP) সূত্র মারফত খবর, জানুয়ারি মাসেই বঙ্গ সফরে আসতে পারেন তিনি। এখনও পর্যন্ত যা খবর, ১৯ জানুয়ারি শিলিগুড়িতে একটি জনসভা করবেন তিনি। অর্থাৎ, সব কিছু ঠিকঠাক থাকলে উত্তরবঙ্গ থেকেই শুরু হতে চলেছে প্রধানমন্ত্রীর প্রচার কর্মসূচি। বিজেপির দলীয় সূত্রে খবর, ২০২৩ সালে রাজ্যে ১৪টি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে সেই জনসভা এবং তা শুরু হচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে। এরপর রাজ্যে আরও অন্যান্য জায়গায় সভা করবেন তিনি। যদিও প্রধানমন্ত্রীর সফরের চূড়ান্ত সূচি এখনও জানা যায়নি।

উল্লেখ্য, শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডারাও রাজ্যে আসবেন চলতি বছরে। একগুচ্ছ সভা করার কথা রয়েছে তাঁদেরও। মূলত ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। তার আগে রাজ্যের বড় নির্বাচন বলতে আসন্ন পঞ্চায়েত ভোট। ‘২৪-এর মহারণের আগে সাংগঠনিক শক্তিপরীক্ষার বড় মঞ্চ বলতে গেলে এই পঞ্চায়েত ভোটই। তাই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোলেও পঞ্চায়েত নির্বাচনকেও হালকা ভাবে নিচ্ছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকরা অন্তত এমনই মনে করছেন। আর সেই কারণেই বাংলায় মোদী-শাহ-নাড্ডাদের একগুচ্ছ কর্মসূচি চলতি বছরে।

বিজেপি সূত্রে খবর, আগামী ৭ ও ৮ তারিখ জেপি নাড্ডা সভা করবেন রাজ্যে। অর্থাৎ, লোকসভা নির্বাচনের জন্য বাংলায় এই মাস থেকেই প্রচার শুরু করে দিচ্ছে বিজেপি শিবির। এখনও পর্যন্ত যা ঠিক আছে, প্রথম সভা হবে ৭ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে। পাশাপাশি ১৭ তারিখ অমিত শাহরও সভা হওয়ার কথাও রয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে , হুগলি জেলার আরামবাগ এবং দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে জনসভা করতে পারেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, এরপর মার্চ মাসে মতুয়াদের সভাতেও আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর ।

Next Article