BJP protest in kolkata: ‘তৃণমূলের লোক ধরে নিয়ে যাচ্ছে’, মহিলা মোর্চার বিক্ষোভে অবরুদ্ধ দক্ষিণ কলকাতা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 26, 2022 | 4:35 PM

BJP protest in kolkata: নারকেলডাঙার ঘটনার প্রতিবাদে শুক্রবার শহরে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। আটক করা হয়েছে বঙ্গ বিজেপির একাধিক নেত্রীকে।

BJP protest in kolkata: তৃণমূলের লোক ধরে নিয়ে যাচ্ছে, মহিলা মোর্চার বিক্ষোভে অবরুদ্ধ দক্ষিণ কলকাতা
বিজেপির বিক্ষোভে উত্তাল কলকাতা

Follow Us

কলকাতা : বিজেপির বিক্ষোভে উত্তাল কলকাতা। প্রথমে হাজরা ও পরে ভবানীপুর থানার সামনে প্রবল বিক্ষোভ দেখান মহিলা মোর্চার নেত্রীরা। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তীর নেতৃত্বে প্রথমে বিক্ষোভ হয় হাজরা থানার কাছে। অবরুদ্ধ হয়ে যায় গোটা এলাকা। কেন পুলিশ মহিলা কর্মীদের আটক করছে, সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন মহিলা মোর্চার সদস্যরা। এরপর বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আরও এক দফা বিক্ষোভ হয় ভবানীপুর থানার সামনে।

কলকাতার নারকেলডাঙায় সম্প্রতি এক আট মাসের অন্তঃসত্ত্বাকে পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। বিধায়ক পরেশ পালেরও নাম জড়িয়েছে সেই ঘটনায়। কাউন্সিলর পাপিয়া ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দারের বিরুদ্ধেও অভিযোগ। ওই ঘটনা নিয়ে আগেই সরব হয়েছে বিজেপি। এবার পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির মহিলা কর্মীরা। ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়ালও।

শুক্রবার দুপুর ৩ টেয় বিক্ষোভ কর্মসূচী শুরু হওয়ার কথা ছিল। সেই মতো জড় হন বিজেপি কর্মীরা। বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণ পরই দেখা যায়, রাস্তা থেকে কর্মীদের সরাতে তৎপর হয় পুলিশ। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তীর দাবি, পুলিশ নয়, তৃণমূলের লোকজন তাঁদের কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে। প্রতিবাদে মেট্রো স্টেশনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। তবে, তাঁদের বের করে নিয়ে যায় পুলিশ। পুরুষ পুলিশ কেন মহিলাদের আটক করছে, তা নিয়েও প্রশ্ন তুলেন তনুজা। পরে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা।

দক্ষিণ কলকাতার ওই অংশে যানবাহন চলাচল বেশ কিছুক্ষণের জন্য কার্যত বন্ধ হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে যায় বাস।

 

 

Next Article