SFI Rally: বিধানসভার গেটে উঠে গেলেন সৃজন, বললেন ‘চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, এসে গিয়েছি’

সুমন মহাপাত্র | Edited By: Soumya Saha

Mar 10, 2023 | 4:17 PM

SFI Rally: এসএফআই-এর মিছিল শুরু হতেই ধুন্ধুমার পরিস্থিতি শিয়ালদহ চত্বরে। সেখানে ইতিমধ্যেই মিছিল আটকে দিয়েছে পুলিশ। এসএফআই-এর কর্মী ও সমর্থকদের প্রিজন ভ্যানেও তুলে ফেলেছেন পুলিশকর্মীরা।

SFI Rally: বিধানসভার গেটে উঠে গেলেন সৃজন, বললেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, এসে গিয়েছি
সৃজন ভট্টাচার্য

Follow Us

কলকাতা: শুক্রবার বিধানসভা অভিযান রয়েছে এসএফআইয়ের। শিয়ালদহ ও হাওড়া থেকে দুটি মিছিল করার কথা ছিল। কিন্তু সেই কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। যদিও সৃজন ভট্টাচার্য গতকালই বুঝিয়ে দিয়েছিলেন, পুলিশি অনুমতিকে গুরুত্ব দিচ্ছেন না তাঁরা। হুঁশিয়ারি দিয়েছিলেন মিছিল হবেই। পুলিশের তরফেও সেই মতো প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। এদিন এসএফআই-এর মিছিল শুরু হতেই ধুন্ধুমার পরিস্থিতি শিয়ালদহ চত্বরে। সেখানে ইতিমধ্যেই মিছিল আটকে দিয়েছে পুলিশ। এসএফআই-এর কর্মী ও সমর্থকদের প্রিজন ভ্যানেও তুলে ফেলেছেন পুলিশকর্মীরা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 10 Mar 2023 02:10 PM (IST)

    বিধানসভার গেটে উঠে গেলেন সৃজন, বললেন ‘চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, এসে গিয়েছি’

    বিধানসভার গেটে সৃজন

    বিধানসভা চত্বর পর্যন্ত পৌঁছে গিয়েছেন এসএফআই-এর কর্মী ও সমর্থকরা। বিধানসভার গেটে উঠে চলে বিক্ষোভ প্রদর্শন। এরই মধ্যে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বচসা, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশকর্মীকে। বিধানসভার গেটে উঠে বিক্ষোভ দেখাতে থাকেন সৃজন। টানতে টানতে তাঁকে তোলা হয় পুলিশের গাড়িতে। পুলিশের গাড়ি থেকেই সৃজন বললেন, ‘আমরা বলেছিলাম বিধানসভায় আসব, এসে গিয়েছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।’

  • 10 Mar 2023 01:55 PM (IST)

    পুলিশি বাধা পেরিয়ে এমজি রোডে SFI-এর মিছিল

    শিয়ালদহ স্টেশন চত্বর থেকে হঠাৎ করে একটি বড় মিছিল করে বেরিয়ে আসেন এসএফআই কর্মী ও সমর্থকরা। পুলিশি বাধা অতিক্রম করে সুরেন্দ্রনাথ কলেজ পার করে এমজি রোড ধরে অনেকটাই এগিয়ে আসেন বাম ছাত্র যুবরা। মিছিল করে তাঁরা এগিয়ে যাচ্ছেন। তাঁরা বলছেন, ‘বিধানসভায় আমরা যাবই, কীভাবে যাব পুলিশ ঘরে বসে দেখুক।’


  • 10 Mar 2023 01:42 PM (IST)

    হাওড়া স্টেশন চত্বরেও ধুন্ধুমার, মিছিল শুরুর আগেই আটক দীপ্সিতারা

    হাওড়া স্টেশন চত্বরের বাইরে দীপ্সিতা

    হাওড়াতেও ধুন্ধুমার পরিস্থিতি এসএফআই-এর মিছিল ঘিরে। মিছিল শুরুর আগেই প্রিজন ভ্যানে তোলা হল এসএফআই নেতা-কর্মী ও সমর্থকদের। একটি মিছিল হাওড়া স্টেশন চত্বর অতিক্রম করে বেরিয়ে যেতেই, পরের মিছিলগুলিকে আটকে দেয় পুলিশ। প্রিজন ভ্যানে তোলা হয়েছে দীপ্সিতাদেরও।

  • 10 Mar 2023 01:37 PM (IST)

    পুলিশ ভয় পাচ্ছে, বাধা দেওয়ার চেষ্টা হলে লড়াই হবে: দীপ্সিতা

    দীপ্সিতাদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ

    হাওড়া স্টেশন চত্বরে রয়েছেন এসএফআই নেত্রী দীপ্সিতা ধরও। পুলিশের এই ধরনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষের কথা শোনালেন তিনি। বললেন, ‘সরকার ও সরকারের পোষা পুলিশ ভয় পাচ্ছে। তারা ভাবছে,  সাধারণ মানুষ প্রশ্ন করলেই তৃণমূল সরকারের মুখোশ খুলে পড়ে যাবে। আমরা কোনও সংঘাতে যেতে চাই না। আমরা আমাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার কথা বলার অধিকার রয়েছে। বাধা দেওয়ার চেষ্টা করলে লড়াই হবে।’

  • 10 Mar 2023 01:35 PM (IST)

    হাওড়া স্টেশন চত্বরেও বাড়ছে জমায়েত

    হাওড়া স্টেশন চত্বরের বাইরেও কড়া পুলিশি নজরদারি। স্টেশন চত্বরের ভিতরে প্রচুর এসএফআই কর্মী ও সমর্থক ভিড় করতে শুরু করেছেন। জমায়েত হতে শুরু করেছে হাওড়া স্টেশন চত্বরে।

  • 10 Mar 2023 01:32 PM (IST)

    শিয়ালদহ স্টেশনের বাইরে সন্দেহজনক কাউকে দেখলেই ধরছে পুলিশ

    এসএফআইয়ের মিছিল আটকাল পুলিশ

    শিয়ালদহ স্টেশন চত্বর ছেড়ে যাতে এসএফআই-এর মিছিল বেরোতে না পারে, তা নিশ্চিত করতে চাইছে পুলিশ। কোনও জমায়েত যাতে না হয়, তার জন্য কলকাতা পুলিশের বিশেষ বাহিনী সেখানে মোতায়েন রাখা হয়েছে। প্রস্তুত রয়েছেন উইনার্স টিমের মহিলা পুলিশকর্মীরাও। কাউকে এসএফআই কর্মী ও সমর্থক বলে সন্দেহ হলেই তাঁদের আটক করা হচ্ছে।

  • 10 Mar 2023 01:30 PM (IST)

    শিয়ালদহ স্টেশন চত্বরে মিছিল শুরুর আগেই আটকাল পুুলিশ

    এসএফআই এর মিছিল আটকাল পুলিশ

    শিয়ালদহ চত্বর থেকে মিছিল শুরু হওয়ার আগেই তা আটকে দিল পুলিশ। অনুমতি না থাকা এই কর্মসূচি রুখতে তৎপর পুলিশ প্রশাসন। একেবারে শিয়ালদহ স্টেশনের সামনে পৌঁছে গিয়ে পুলিশ টহলদারি চালাচ্ছে। সঙ্গে রয়েছেন মহিলা পুলিশকর্মীরাও। মিছিল শুরুর আগে শিয়ালদহ চত্বরে কলকাতা জেলা কমিটির সম্পাদক দেবাঞ্জন দে ও আসিফ নিসার দাঁড়িয়েছিলেন, তখনই তাঁদের কার্যত চ্যাংদোলা করে, কাঁধে তুলে প্রিজন ভ্যানে করে থানার দিকে নিয়ে যাওয়া হয়।