Police Family Press Meet: ‘পুলিশের মা-বোনকে কেন গালাগালি?’ ময়দানে স্ত্রী-রা, তবে অনুব্রতর নাম শুনতেই বলে উঠলেন…
Police Family Press Meet: এমন প্রতিবাদ আগে এই বাংলা দেখেছে বলে কারও মনে পড়ে না। মঙ্গলবার পথে নামলেন পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা। তাঁদের প্রশ্ন, কেন পুলিশকে এভাবে নিগ্রহ করা হবে?

নবান্ন অভিযান চলাকালীন পুলিশকে কুকথা বলার অভিযোগ ওঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। পাশাপাশি দাবি করা হয়, পুলিশকে ফেলে পেটানো হয়েছে। আজ এই নিয়েই গর্জে ওঠেন পুলিশ কর্মীদের পরিবারের লোকজন। তাঁদের বাড়ির সন্তান থেকে স্ত্রী সকলেই পথে নামেন। এক মহিলা বলেন, “নবান্ন অভিযানে বিরোধী দলনেতা বাজে ভাষায় নগরপালকে বাজে ভাষায় কথা বলেছেন। এটা মানা যায় না। পুলিশ কর্মী ভাইকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। বিরোধী দলনেতা সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিয়ত পুলিশকে আক্রমণ করেছে। এর জন্য ধিক্কার। আমাদের পরিবারের মান সম্মান রাখে না। আমাদের ভাই-স্বামীরা রাস্তায় ডিউটি করছেন। কেউ বলছেন বৌ-বিক্রি কর, কেউ বলছে পুলিশ মা কে বিক্রি কর। এটা মানা যায় না।”
তবে এই সাংবাদিক বৈঠক চলাকালীনই সাংবাদিকদের একাংশ বীরভূমের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল সম্বন্ধে প্রশ্ন তোলেন। সম্প্রতি, তাঁর বিরুদ্ধেও পুলিশকে হুমকি ও তাঁর পরিবারের স্ত্রী-মাকে নিয়ে নোংরা ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। সাংবাদিকরা এই প্রশ্ন করতেই পুলিশের পরিবারের এক সদস্য বলেন, “ব্যাপারটা জানাজানি হতেই উনি ক্ষমা চেয়েছেন। ওঁর নামে কেস হয়েছে। আমরা তো তখনই প্রতিবাদ করেছি। তদন্ত চলছে, দোষী হলে নিশ্চয়ই শাস্তি পাবে।” এরপর সাংবাদিকরা ফের প্রশ্ন করতেই বলে ওঠেন, “কে বিজেপি, কে তৃণমূল জানি না। আমরা প্রতিবাদ করছি।” এরপর তিনি বলেন, “আমার স্বামীকে বলবে মা বিক্রি করো? আমার স্বামীকে বলবে বৌ বিক্রি করো? আর আপনারা এভাবে প্রেশার দিতে পারেন না।”

</