Shantanu Thakur: শান্তনুর কাছে লস্করের নামে চিঠি গিয়েছিল ঘুঘুডাঙা থেকে! তদন্তে কী পেল পুলিশ?

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 17, 2024 | 7:42 PM

Shantanu Thakur: ওই চিঠি পাওযার পরই রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেন শান্তনু ঠাকুর। বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজি, জেলা পুলিশ সুপার ও স্থানীয় থানার ওসিকেও চিঠি পাঠানো হয়।

Shantanu Thakur: শান্তনুর কাছে লস্করের নামে চিঠি গিয়েছিল ঘুঘুডাঙা থেকে! তদন্তে কী পেল পুলিশ?
শান্তনু ঠাকুর (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যে হুমকি চিঠি পেয়েছেন বলে অভিযোগ, তার তদন্ত এবার জোরকদমে শুরু করল পুলিশ। ডাক বিভাগের কাছে এ ব্যাপারে তথ্য চেয়েছে রাজ্য পুলিশ। সম্প্রতি শান্তনু ঠাকুর অভিযোগ করেন, জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার নামে চিঠি পাঠানো হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেন শান্তনু। সেই চিঠি নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজ্য পুলিশ সূত্রে খবর, ঘুঘুডাঙাগা পোস্ট অফিস থেকে পোস্ট করা হয়েছিল লস্কর-ই-তইবার নামে পাঠানো ওই চিঠি। ওই পোস্ট অফিসের থেকেও তথ্য চেয়েছে রাজ্য পুলিশ। চাওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ। কে পোস্ট করেছে, কখন পোস্ট করেছে, যে ব্যক্তি পোস্ট করেছে তাঁর নাম-নম্বরও জানাতে বলা হয়েছে।

ওই চিঠি পাওযার পরই রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেন শান্তনু ঠাকুর। বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজি, জেলা পুলিশ সুপার ও স্থানীয় থানার ওসিকেও চিঠি পাঠানো হয়। চিঠি প্রসঙ্গে শান্তনু জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা হয়েছে তাঁর। প্রধানমন্ত্রীকেও তিনি জানান বিষয়টি।’

শান্তনু প্রশ্ন তুলেছিলেন, একটি গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্য পশ্চিমবঙ্গে লস্কর-ই-তইবার মতো পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী কোথা থেকে এল? কারা এই হুমকি চিঠি পাঠাল? এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানিয়েছিলেন তিনি।

Next Article