মমতার জন্য থামেনি ভোটগ্রহণ, পুনরায় ভোট হচ্ছে না নন্দীগ্রামে, কমিশনে রিপোর্ট দুবের

ঋদ্ধীশ দত্ত |

Apr 02, 2021 | 7:29 PM

কেন বের করে আনা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)? কী পরিস্থিতি ছিল বয়ালের ৭ নম্বর বুথে? খুঁটিনাটি তথ্য তুলে রিপোর্ট দিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।

মমতার জন্য থামেনি ভোটগ্রহণ, পুনরায় ভোট হচ্ছে না নন্দীগ্রামে, কমিশনে রিপোর্ট দুবের
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: নন্দীগ্রামের (Nandigram) কোনও বুথে নতুন করে ভোট হচ্ছে না। বৃহস্পতিবার রাজ্যের বহু প্রতীক্ষিত আসনে ভোট শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission) দফতরে দেওয়া রিপোর্টে এমনটাই জানিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে (Vivek Dubey)। তাঁর রিপোর্টে উঠে এসেছে নন্দীগ্রামের বয়ালে বহুল চর্চিত ৭ নম্বর বুথের প্রসঙ্গ। কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বের করে আনা গেল না? এগুলি নিয়ে দুবে ব্যাখা দিয়েছেন সেখানে।

কী রয়েছে দুবের রিপোর্টে? কমিশন সূত্রে খবর, গতকাল বয়ালের ৭ নম্বর বুথের বাইরে যে পরিমাণ মানুষের জমায়েত হয়েছিল, সেই অবস্থায় নন্দীগ্রামের ‘ভিআইপি’ তৃণমূল প্রার্থীকে বাইরে বের করে আনার মতো পরিস্থিতি ছিল না। রিপোর্টে এই কথা সাফ উল্লেখ করেছেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকাও যে ছিল সদর্থক, সে কথাও উল্লেখ করেছেন বিবেক দুবে। আইপিএস নগেন্দ্র ত্রিপাঠীর নেতৃত্বে কীভাবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতির মোকাবিলা করেছে, সে কথাও তিনি লিখেছেন।

কমিশনে দেওয়া রিপোর্টে আরও একটি বিষয় স্পষ্ট করেছেন বিবেক দুবে। বিজেপির পক্ষ থেকে একাধিকবার অভিযোগ তোলা হলেও তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ওই বুথে থাকাকালীন গোটা সময়টায় ভোটপ্রক্রিয়া কোনও ভাবে ব্যাহত হয়নি।

আরও পড়ুন: ‘কারোর ভাতিজা বিজেপির মুখ্যমন্ত্রী হবেন না’, TV9 বাংলা-কে বললেন শাহ

প্রসঙ্গত, বয়ালের ঘটনা নিয়ে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলার কাছে রিপোর্ট তলব করেছিল কমিশন। গতকাল গভীর রাত দেড়টা নাগাদ সেই রিপোর্ট রাজ্য নির্বাচনী দফতরে পাঠান এডিজি আইনশৃঙ্খলা জগমোহন। এর পাশাপাশি সমস্ত পর্যবেক্ষকদের কাছেও তলব করা হয়েছিল রিপোর্ট। সেই রিপোর্ট তৈরি করেই এ দিন কমিশনে পাঠান বিবেক দুবেরা। এর প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ কী হবে তা অবশ্যই নেবেন ডেপুটি কমিশনার সুদীপ জৈন। তবে যেহেতু ভোটপ্রক্রিয়া ব্যাহত হয়নি, তাই নতুন করে নির্বাচন করানোর কোনও প্রয়োজন রয়েছে বলে মনে করছেন না পর্যবেক্ষকেরা।

আরও পড়ুন: মমতার ‘বুথ-ধর্নার’ জেরে ২ শতাংশ ভোট কমেছে নন্দীগ্রামে, কমিশনে নালিশ বিজেপির

Next Article