কলকাতা: লেকটাউনে গতরাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দমকল কর্মী স্নেহাশিস রায়ের। বাড়ি ফেরার পথে হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনায় এখনও পর্যন্ত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। লেকটাউনের ওই গুলিকাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড়। পুলিশ সূত্রে খবর, সুপারি কিলার ভাড়া করা হয়েছিল দমকলকর্মীকে খুনের উদ্দেশ্যে। উঠে আসছে ত্রিকোণ প্রেমের তত্ত্বও। যে দু’জনকে পাকড়াও করেছে পুলিশ, তাদের আসলে ভাড়া করে আনা হয়েছিল বলে খবর। ব্যারাকপুর এলাকা থেকে ওই দু’জনকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। পুলিশি জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে।
তবে কে তাদের ভাড়া করেছিল, কে গুলি চালানোর বরাত দিয়েছিল, কত টাকার বিনিময়ে বরাত দেওয়া হয়েছিল – সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন পুলিশকর্মীরা। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নিজেদের হেফাজতে রেখেই উত্তর খোঁজার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। এই দুই ভাড়াটে গুন্ডাকে জেরা করে মূল পাণ্ডার সন্ধান চালাচ্ছে পুলিশ। এদিকে এখনও পর্যন্ত পুলিশের হাতে যেসব তথ্য উঠে এসেছে, তাতে প্রাথমিকভাবে ত্রিকোণ প্রেমের কারণেই খুন বলে সন্দেহ করছেন পুলিশকর্মীরা। আপাতত যে খুনের বরাত দিয়েছিল, তার খোঁজ চালানো হচ্ছে। তার খোঁজ পাওয়া গেলেই বিষয়টি আরও স্পষ্ট হবে পুলিশের কাছে।
উল্লেখ্য, স্নেহাশিসের উপর হামলা এই প্রথম নয়, এর আগেও গতবছরের জুনে দুষ্কৃতীরা চড়াও হয়েছিল তাঁর দিকে। সেই বার অবশ্য অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন ওই দমকলকর্মী। স্নেহাশিস সেই দিন অফিসেই ছিলেন। এক ব্যক্তি তাঁকে অফিসের বাইরে ডেকে নিয়ে গিয়ে কোমর থেকে বন্দুক বের করে উঁচিয়ে ধরে তাঁর দিকে। সেই সময় অবশ্য অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন স্নেহাশিস। কিন্তু এক বছর কাটতে না কাটতেই আবার হামলা। এবার আর রক্ষা পেলেন না। গত বছরের হামলার সঙ্গে এই বছরের হামলার কোনও যোগ রয়েছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।