কলকাতা: শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মধ্যেই এবার নার্সদের নিয়োগ নিয়ে বিক্ষোভ। জেএনএম, বিএসসি নার্সদের নিয়োগে গড়মিলের অভিযোগ ওঠে। গত মার্চে নার্সিং প্রশিক্ষণ প্রাপ্তদের বিক্ষোভ সামলাতে রীতিমত নাজেহাল অবস্থা হয় পুলিশের। গত অগস্টে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীর সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে স্বাস্থ্য অধিকর্তার দেখা হয়। তাঁদের আশ্বাস দেওয়া হয়। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বিক্ষোভে সামিল হন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, আন্দোলন শুরু করার আগেই মহিলা পুলিশ এসে এক প্রকাশ টেনে হিঁচড়ে ভ্যানে তুলে নিয়ে যায় তাঁদের।
নার্সদের কী দাবি?
বিক্ষোভকারীদের দাবি, এখানে প্রায় ৬ হাজার ১৩৪ শূন্য পদ রয়েছে। সেই শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ হয়েছে ২ হাজার ৮০০ মতো। জেনারেল ক্যাটাগরিতে অনেকেই রয়েছেন যাঁরা পঞ্চাশ শতাংশ নম্বর পেয়েও চাকরি পাননি। অথচ অনেকেই রয়েছেন যাঁরা কম নম্বর পেয়েও চাকরি করছেন।
এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা আন্দোলন শুরুই করলাম না। তার আগেই আমাদের পুলিশ ভ্যানে তুলে দেওয়া হল। ওদের ম্যান পাওয়ার আছে বলে কি আমরা আন্দোলন করব না?’ আর এক বিক্ষোভকারী বলেন, ‘লজ্জা হওয়া উচিৎ। একদল ঘুষ খেয়ে চাকরি পেয়েছে। আর আমরা চাকরি পাচ্ছি না বলে জমায়েত করেছি। নিজেদের যোগ্যতায় চাকরি নিতে এসেছি এখানে। এখন জোর করে আমাদের ভ্যানে তুলছেন। আমরা শুধু বলেছিলাম কথা বলতে আসব। তারপরও আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না।’ আর এক চাকরি প্রার্থী বলেন, ‘পুলিশ আমাদের সঙ্গে অসভ্যতা করছে। আমরা যখন কথা বলতে এসেছিলাম আমাদের জোর করে পুলিশ ভ্যানে তোলা হয়েছে।’
বস্তুত, গত মার্চে স্বাস্থ্য ভবন চত্বর বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ করে দিয়েছিলেন এই জিএনএম, বিএসসি নার্সরা। সেই সময় আন্দোলন চালাকালীন স্বাস্থ্যভবন অভিযান ঘটেছিল। রীতিমত গেট ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিলেন বিক্ষোভকারীরা। সেই সময় থেকেই এখনও অবধি ধিকধিক আগুন জ্বলছিল। এরপর শিক্ষক নিয়োগ ঘিরেও জোরদার আন্দোলন করতে দেখা যায় চাকরি প্রার্থীদের। এর উপর আবার নার্সদের বিক্ষোভ সেই কারণে আরও তৎপর রয়েছে পুলিশ।